আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন: পরীমণি
Published: 27th, May 2025 GMT
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। কেবল রুপালি পর্দার তারকাই নন, তার বাস্তব জীবনের গল্পও কখনো ট্র্যাজিক, কখনো রঙিন, আবার কখনো আশায় মাখা। প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা সিঙ্গেল মা হওয়ার সাহসিকতা প্রতিটি অধ্যায়ে ছিলেন আলোচনার কেন্দ্রে। কিন্তু আজকের পরীমণি যেন আরো পরিণত, আরো স্থিত।
সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন পরীমণি। ছোট্ট এক বাক্যে তিনি লিখলেন এক গভীর উপলব্ধি— “আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।”
এই কথার পেছনে রয়েছে পরীমণির নিজস্ব বেঁচে থাকার গল্প। নিজের দুটি সন্তানকে ঘিরে যেমন গড়ে তুলেছেন ভালোবাসার জগৎ, তেমনি হারিয়েছেন প্রিয় নানাভাইকে; যার শোক এখনো তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়।
আরো পড়ুন:
আদালতে অসুস্থ পরীমণি, পেছাল জেরা
সুইসাইড করার মতো কোনো ইস্যু আমার জীবনে নাই: পরীমণি
পরীমণি লেখেন, “আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের অনেকেই মনে করেছিল, আমি হয়তো আর নিজেকে সামলাতে পারব না। কিন্তু আজও আমি দাঁড়িয়ে আছি— আমার সন্তানদের কারণে।”
একজন মা, একজন মেয়ের হৃদয় থেকে উঠে আসা এমন কথাগুলো যেন জীবনের সরল অথচ জটিল সৌন্দর্যটাকেই ছুঁয়ে যায়। পরীমণি লেখেন, “এখন এই মুহূর্তে আমি ভাবছি মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি, আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।”
ভালো থাকাটা এখন আর শুধু ক্যামেরার ঝলকানিতে সীমাবদ্ধ নেই, বরং সন্তানদের ঘিরে তৈরি হওয়া এক জগতে পরীমণির বাস্তবতা এখন অনেক বেশি প্রাণবন্ত। বর্তমানে নতুন কিছু চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে কাজের পাশাপাশি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত সময় কাটছে এই তারকা।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।
বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।