মাঠের বাইরে প্রশাসনিক বিভাগে অস্থিরতা। নীতিনির্ধারক পর্যায়ে চলছে পালাবদল। মাঠের ভেতরে লেজেগোবরে পারফরম‌্যান্স। মুখ রক্ষা করাও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুইয়ে মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন কাটাচ্ছে চরম খারাপ সময়।

বিব্রতকর এবং চ‌্যালেঞ্জিং এই সময়টাতেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। যারা প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানের বিশাল ব‌্যধানে হেরেছে। আজ হারলেই সিরিজ হাতছাড়া। এমন সমীকরণ মাথা রেখে স্থানীয় সময় রাত ৯টায় মাঠে নামতে যাচ্ছে লিটন দাসের দল।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের লক্ষ‌্য ছিল পাকিস্তানে ভালো শুরুর। কিন্তু প্রথম ম‌্যাচে বাংলাদেশের কোনো পারফরম‌্যান্সই ভালো হয়নি। অধিনায়ক লিটনের যত অভিযোগ নিজেদের নিয়ে, ‘‘পুরো ম‌্যাচেই আমরা ভালো বোলিং করতে পারিনি। ভালো ব‌্যাটিং করতে পারিনি। ভালো ফিল্ডিং করতে পারিনি। কোনো কিছুতেই সন্তোষজনক নয়।’’

দ্বিতীয় ম‌্যাচে মাঠে নামার আগে ভুল শোধরানোর সুযোগ পায়নি বাংলাদেশ। কারণ মাঝে একদিনের বিরতি। এদিন হোটেলেই কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশের দলপতি, ‘‘আমাদেরকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। এখনো দুইটি ম‌্যাচ আছে।’’

পাকিস্তান আগে ব‌্যাটিং করতে নেমে ২০১ রানের বিশাল পুঁজি পায়। অথচ ২ উইকেটে তাদের রান ছিল মাত্র ৫। জবাবে বাংলাদেশ ৪ ওভারে ৩৭ রান করলেও দুই ওপেনারকে হারিয়ে ফেলে। পরে প্রবল রানরেটের চাপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.

২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ভুল থেকে শিক্ষা নিতে বললেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, ‘‘ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ভালোভাবে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে মনে করি।’’

মুশতাক ব‌্যাটসম‌্যানদের থেকে বড় রান এবং আক্রমণাত্মক ক্রিকেটের প্রত‌্যাশায়, যেমনটা রেখেছিল বাংলাদেশ, ‘‘পাকিস্তানের আজ (গত রাতে) ইনটেন্ট অনেক ভালো ছিল। তাদের তাই কৃতিত্ব দিচ্ছি। টি-টোয়েন্টিতে ইনটেন্টটা দরকার। যখন আপনি ২০০ রান তাড়া করছেন, আপনি কখনোই চাইবেন না যে আস্কিং রেট ১৩-এর ওপরে উঠুক। আমরা এখানে কিছুটা পিছিয়ে ছিলাম। তার মানে এটা নয় যে আমাদের ব্যাটারদের ২০০ রান করার সামর্থ্য নেই।’’

দুই দল এখন পর্যন্ত ২০ ম‌্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় কেবল ৩টি। বাকি ১৭টিতেই হার ।  প্রথম ম্যাচে দাপুটে জয়ে পাকিস্তানও চাইবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নেয়ার।তাতে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বীতার আভাস পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ এই ম‌্যাচে একটি পরিবর্তন আনতেও পারে। সহ অধিনায়ক মাহেদী হাসানের জায়গায় খেলতে পারে মেহেদী হাসান মিরাজকে। অফস্পিনিং অলরাউন্ডার শুরুতে দলের সঙ্গে ছিলেন না। পরবর্তীতে তাকে দলে যুক্ত করেন। তার সুযোগ হলে এবং দল শেষ পর্যন্ত জিতলে তা হবে বিরাট পাওয়া।

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা