যে পাঁচ কারণে কোহলি স্বপ্নপূরণের খুব কাছে
Published: 30th, May 2025 GMT
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কখনো আইপিএল শিরোপা জেতেনি। এই তথ্য জানতে আইপিএলের পাঁড় ভক্ত না হলেও চলে। বিরাট কোহলি দলটিতে এখনো খেলছেন, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলরা খেলে গেছেন, সে কারণেই দলটি সম্পর্কে প্রচার-প্রচারণা একটু বেশিই। শিরোপা জিততে না পারলেও বেঙ্গালুরু আইপিএলে বেশ ধারাবাহিক।
আগের ১৭ মৌসুমের মধ্যে ৯ বার প্লে-অফ পর্বে উঠেছে; এবার নিয়ে ১০ বার। রানার্সআপ হয়েছে ৩ বার। কাল চতুর্থবারের মতো উঠল ফাইনালে। তবে এবারের গল্পটা আলাদা। এতটা দাপুটে পারফরম্যান্সে বেঙ্গালুরু এর আগে দেখাতে পারেনি। সে কারণেই কাল ফাইনাল নিশ্চিতের পর ক্রিকেট বিশ্লেষক টম মুডি, ভারতের সাবেক পেসার বরুণ অ্যারনরা বলেছেন, এবার শিরোপা বেঙ্গালুরুই জিতবে। কীভাবে এবারের আইপিএলে বেঙ্গালুরু এতটা দারুণ ক্রিকেট খেলল?
এক গল্পে অনেক নায়কবেঙ্গালুরু বলতেই কোহলি, গেইল, ডি ভিলিয়ার্সদের নাম ভেসে ওঠে। দলটি এত দিন যা করেছে, তা মূলত কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্সে ভিত্তি করে। এবার আর একই গল্প নয়। ফাইনালে ওঠার পথে দলটির হয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আটজন ক্রিকেটার। কখনো জিতেশ শর্মা বা সুয়শ শর্মা, কখনো ফিল সল্ট কিংবা টিম ডেভিড—কেউ না কেউ পারফর্ম করেছেনই।
দল হিসেবে খেলছে বেঙ্গালুরু.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত