একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস ও মুক্তি পাওয়ার পর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসছেন জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম। তাঁকে আলাদা কক্ষ দেওয়া হয়েছে। তবে এখনো দলীয় কোনো পদ বা দায়িত্বে অধিষ্ঠিত করা হয়নি এ টি এম আজহারুল ইসলামকে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, প্রায় ১৩ বছর ধরে কারাবন্দী থেকেও তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নির্বাচিত হয়ে আসছেন।

গত বুধবার এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। তখন থেকে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে তিনি জামায়াতের আমির হচ্ছেন।

দলটির একাধিক দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বললে তাঁরা জানিয়েছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সদ্য কারামুক্ত নেতা এ টি এম আজহারুল ইসলামের এখনই আমির বা দলীয় প্রধান হওয়ার সুযোগ নেই। কারণ, আমির নির্বাচিত হন দলের রুকন বা শপথধারী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। বর্তমান আমির ডা.

শফিকুর রহমান তিন বছর (২০২৩, ২০২৪ ও ২০২৫) মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁর মেয়াদ। এ বছরের শেষের দিকে আবার জামায়াতের আমির পদে নির্বাচনপ্রক্রিয়া শুরু হবে।

ওই নেতারা জানিয়েছেন, পরবর্তী আমির পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, তার জন্য তিনজনের একটি বাছাই তালিকা হয়। এই তিনজন কারা হবেন, সেটা মজলিসে শূরার সদস্যদের গোপন ভোটে ঠিক করা হয়। এই তিনজনের নাম সারা দেশের রুকনদের জানিয়ে দেওয়া হয়।এরপর সারা দেশের রুকনরা গোপন ব্যালটে এই তিনজনের মধ্যে যে কাউকে আমির পদের জন্য ভোট দিতে পারেন। এই তিনজনের বাইরেও কারও কাছে অন্য কাউকে আমির পদের জন্য যোগ্য মনে হলে তিনি তাঁকে ভোট দিতে পারেন। এরপর নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন ভোট গণনা করে সর্বোচ্চ ভোটপ্রাপ্তকে আমির ঘোষণা করেন। এ টি এম আজহারকে আমির হতে এ প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে।

দলটির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, এ টি এম আজহারুল ইসলামকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির করার সম্ভাবনা বেশি। বর্তমানে জামায়াতের নায়েবে আমির তিনজন। তাঁরা হলেন দলের সাবেক তিন সংসদ সদস্য মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আ ন ম শামছুল ইসলাম। গঠনতন্ত্রে নায়েবে আমিরের সংখ্যা নির্দিষ্ট করা নেই। গঠনতন্ত্রে ‘প্রয়োজনীয় সংখ্যক’ বলে উল্লেখ রয়েছে।

এ টি এম আজহারুল ইসলাম ২০১১ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন। তখন তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল পদে ছিলেন। তার আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেপ্তার হওয়ার পর একবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পদেও ছিলেন। প্রায় ১৩ বছর কারাবন্দী থাকার পর গত ২৮ মে তিনি মুক্তি পান। আগের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে তাঁকে খালাস দেন।

কারাগার থেকে কীভাবে শূরার সদস্য হলেন

জামায়াতের গঠনতন্ত্রের নির্বাচনপ্রক্রিয়ায় রুকনদের ভোটে এ টি এম আজহারুল ইসলাম কারাগারে থেকেও দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হয়েছেন। কারাবন্দী থেকেও কীভাবে মজলিসে শূরার সদস্য হলেন, জানতে চাইলে দলের একজন সাংগঠনিক নেতা জানান, গঠনতন্ত্র অনুযায়ী দলের রুকনরা ভোট দিয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নির্বাচন করেন। প্রতি জেলা থেকে বাধ্যতামূলকভাবে একজন, আবার রুকনের সংখ্যানুপাতে অনেক জেলায় মজলিসে শূরার একাধিক সদস্য নির্বাচিত হয়ে থাকেন।

বর্তমানে সারা দেশে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য তিন শতাধিক বলে জামায়াতের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে।

ওই সূত্র জানায়, তিনটি প্রক্রিয়া অনুসরণ করে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নির্বাচন করা হয়। প্রথম ধাপে সারা দেশের রুকনরা (সদস্য) ভোটের মাধ্যমে মজলিসের শূরার সদস্য নির্বাচন করেন। মজলিসের শূরার সংখ্যা দুই শতাধিক। এরপর মজলিসে শূরার নির্বাচিত এই সদস্যরা গোপন ব্যালটে (গঠনতন্ত্র মোতাবেক) আরও ৩০ জন মজলিসের শূরার সদস্য নির্বাচন করেন। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। এই ৩০ জন মূলত কেন্দ্রীয় নেতা, যাঁদের সুনির্দিষ্ট কোনো এলাকা নেই। এর মাধ্যমে দলের আমিরসহ কেন্দ্রীয় নেতারা মজলিসে শূরায় যুক্ত হন।

সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, ৩০ জনের ওই তালিকায় এটি এম আজহারের নামও আছে। তিনি ১৩ বছর ধরে মজলিসের শূরার সদস্যদের গোপন ভোটে শূরার সদস্য নির্বাচিত হয়ে আসছেন।

জামায়াতের নেতারা জানিয়েছেন, এরপর তৃতীয় ধাপে কেন্দ্রীয় মজলিসের শূরায় আরও কিছুসংখ্যক সদস্য নির্বাচন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী, দলের আমির পরামর্শক্রমে এটি করে থাকেন। এর প্রক্রিয়া হচ্ছে, সারা দেশের রুকনরা প্রথম ধাপে কেন্দ্রীয় মজলিসে শূরার যে সদস্য নির্বাচিত করেন, এর যে সংখ্যা দাঁড়াবে, তার পাঁচ ভাগের এক ভাগ সদস্য মজলিসের শূরায় অন্তর্ভুক্ত করবেন কেন্দ্রীয় আমির। অর্থাৎ সব মিলে মজলিসের শূরার সদস্য ৩০০ হলে এর মধ্যে কেন্দ্রীয় নেতাদের মধ্য থেকে ৩০ জনকে দ্বিতীয় ধাপে নির্বাচন করা হয়। বাকি থাকেন ২৭০ জন। এটাকে পাঁচ ভাগ করলে এক ভাগের সংখ্যা দাঁড়াবে ৫৪ জন। অর্থাৎ আমির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে এই ৫৪ জনকে মজলিসে শূরায় তৃতীয় ধাপে যুক্ত করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মূলত এই অংশ আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধি। এ ছাড়া যাঁরা দলীয় মাপকাঠিতে যোগ্য কিন্তু ভোটে নির্বাচিত হয়ে আসতে পারেননি, তাঁদের মজলিসে শূরায় যুক্ত করা হয়।

শপথ নিতে হবে আজহারকে

জানা গেছে, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের শপথ নিতে হয়। এ টি এম আজহার কারাগারে থাকায় তাঁর শপথ হয়নি। এখন তাঁকে শপথ নিতে হবে। এরপর  তাঁকে জামায়াতের আমির বিবেচনামতো দলীয় কোনো পদে যুক্ত করতে পারেন। এটি করতে আমির দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অথবা আরেকটু বৃহত্তর ফোরাম কেন্দ্রীয় কর্মপরিষদের সঙ্গে পরামর্শ করে করতে পারেন। এ ক্ষেত্রে মতামত নিতে কেন্দ্রীয় মজলিসের শূরা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলের একজন নেতা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ১৯ জন, আর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ৫৫ জন। কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য তিন শতাধিক।

এ টি এম আজহারুল ইসলামকে কী পদে দায়িত্ব দেওয়া হচ্ছে, জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘তিনি মাত্রই কারামুক্ত হয়ে এসেছেন। এখন ওনার চিকিৎসা, সুস্থতা ও বিশ্রামের বিষয় আছে। আমিরে জামায়াত পরামর্শের আলোকে এ বিষয়ে যা করার করবেন।’

আরও পড়ুনগলায় রশি ঝোলানোর পরিবর্তে ফুলের মালা পাচ্ছি: সংবর্ধনায় এ টি এম আজহার২৮ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মজল স র শ র র সদস য শ র র সদস য ন র ব চ এম আজহ র ল ইসল ম ক ন দ র য় মজল স সদস য ন র ব চ ত মজল স র শ র র স য ন র ব চ ত হয় দল র ক ন দ র য় প রক র য় দ র জন য র র কনর ত নজন র র আম র ক ত কর ৩০ জন

এছাড়াও পড়ুন:

রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন

অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি তাঁর আগের কাজে ফিরে যাবেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ভিডিও ফোনকলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন জর্জিয়েভা।

এ সময় তাঁরা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তাঁর নিজের।

অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে আইএমএফ প্রধান বলেন, ‘আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’

ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য সরকারের সাহসী পদক্ষেপ, বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের এক সংকটময় সময়ে আইএমএফ প্রধানের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ।’ তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

কথোপকথনে আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত।’

অধ্যাপক ইউনূস জানান, তাঁর সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।’

এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। অধ্যাপক ইউনূস আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ—যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প—সম্পর্কেও অবহিত করেন।

আলোচনাকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ফের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার 
  • আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
  • সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প
  • ‘আমি থানার ওসি, আপনার মোবাইল হ্যাকড হয়েছে’
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • কালিয়াকৈরে এক মাসে ২০ ডাকাত গ্রেপ্তার 
  • বাঁশির সুরে বিরহের কষ্ট ভুলতে চান রিকশাচালক শফিকুল
  • রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন
  • ট্রেন থেকে পড়ে ৮ দিন ধরে হাসপাতালে ছেলে, ফেসবুকে ছবি দেখে ছুটে এলেন মা
  • ভাড়া বাসায় একা থাকতেন বৃদ্ধা, তার অর্ধগলিত লাশ উদ্ধার