ভারতীয়দের অনুষ্ঠানে শহীদ আফ্রিদি, তোপের মুখে ক্ষমা চাইলেন আয়োজকেরা
Published: 2nd, June 2025 GMT
দুবাইয়ে ভারতীয়দের একটি অনুষ্ঠানে শহীদ আফ্রিদি উপস্থিত থাকায় তোপের মুখে পড়েছেন আয়োজকেরা। অনুষ্ঠানটির আয়োজক ভারতের কোচি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কুসাট) সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন আয়োজকেরা।
আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, আয়োজক সংগঠনটি তাদের অনুমোদিত নয়। অনুষ্ঠানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানত না।
দুবাইয়ের পাকিস্তান অ্যাসোসিয়েশন দুবাই (পিএডি) নামের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজিত হয় গত ২৫ মে। এর আয়োজক কোচি ইউনিভার্সিটি বিটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা সিইউবিএএ-ইউএই। ছড়িয়ে পড়া ভিডিওতে ইন্টার-কলেজিয়েট ড্যান্স ইভেন্টে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি ও পেসার উমর গুলকে দেখা যায়। উপস্থিত ব্যক্তিদের আফ্রিদির নামে ‘বুম বুম’ উল্লাসও করতে দেখা যায়।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হলে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। মে মাসে ভারত প্রতিবেশী দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে একপর্যায়ে পাকিস্তানও পাল্টা হামলা করে। দুই দেশের ওই সংঘাতময় পরিস্থিতিতে আফ্রিদির কিছু মন্তব্য ভারতে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যুদ্ধাবস্থার মধ্যে ভারতে যেসব পাকিস্তানি ক্রীড়াবিদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডল বন্ধ করে দেওয়া হয়, আফ্রিদিও তাঁদের একজন।
আরও পড়ুনরাতে স্বপ্নে জয়াসুরিয়া-মুরালিকে পিটিয়ে পরের দিন বিশ্ব রেকর্ড আফ্রিদির০৬ এপ্রিল ২০২৫এমন প্রেক্ষাপটের মধ্যে আফ্রিদিকে সিইউবিএএর অনুষ্ঠানে দেখতে পেয়ে ক্ষুব্ধ হন ভারতের অনেকে। ভারতের কেরালা রাজ্যের সাবেক বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন আফ্রিদির উপস্থিতির মাধ্যমে আয়োজকদের বিরুদ্ধে পেহেলগামের ঘটনায় নিহত ব্যক্তিদের অসম্মান করার অভিযোগ তোলেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) সিইউবিএএ–ইউএই কার্যালয়ে কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল করতে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগও দায়ের করে।
এবিভিপি কেরালা রাজ্যের সেক্রেটারি ইইউ ঈশ্বরাপ্রসাদ বলেন, ‘এই অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম সন্দেহজনক, যেখানে ভারতবিদ্বেষীরা উপস্থিত ছিলেন। এটি পেহেলগামে আক্রান্ত ব্যক্তিদের জন্য এবং বৈশ্বিক পর্যায়ে ভারতের জন্য অসম্মান।’
এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজকেরা একটি বিবৃতি দিয়েছেন। ভারত-পাকিস্তান সংঘাতের আগেই অনুষ্ঠানের ভেন্যু চূড়ান্ত হয়ে গিয়েছিল জানিয়ে বলা হয়, ‘ক্রিকেটাররা সেখানে অন্য একটা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। আমাদের অনুষ্ঠান যখন শেষের দিকে, তখন হঠাৎই সেখানে উপস্থিত হন তাঁরা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আয়োজক কমিটির কেউ তাঁদের আমন্ত্রণ জানাননি। অনুষ্ঠানের সূচিতে ওই ব্যক্তিদের নামও ছিল না।’
তবে ভারতীয়দের অনুভূতিতে আঘাত দিয়ে থাকলে এ নিয়ে ক্ষমা চেয়েছে সংগঠনটি, ‘আমাদের কাজের কারণে কেউ আহত বা অপমানবোধ করে থাকলে তার জন্য আমরা গভীরভাবে অনুতপ্ত। এটি কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। এতে যাঁরা আহত হয়েছেন, তাঁদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
এদিকে কোচি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিইউবিএএ-ইউএই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
আরও পড়ুনভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে: বললেন আফ্রিদি০৯ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন র উপস থ ত দ র অন স ইউব
এছাড়াও পড়ুন:
‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপসহ ৫ সুপারিশ
‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ৫ দফা সুপারিশ করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদানের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।
আরো পড়ুন:
ফেব্রুয়ারিতেই মহোৎসবে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা
বেড়ায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
অ্যাসোসিয়েশনের সুপারিশগুলো হলো
১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী দ্রুততম সময়ে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা।
২. প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, নতুন পদসৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিতকরণ।
৩. জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর।
৪. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সব কর্মকর্তাদের অংশগ্রহণে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ আয়োজন।
৫. নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ আয়োজনে প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব সুপারিশ বাস্তবায়ন হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।
ঢাকা/আসাদ/সাইফ