স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ ছাড়াই চালানো যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এমন প্রযুক্তি নিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘এআই এজ গ্যালারি’ নামে নতুন একটি অ্যাপ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অফলাইনে ছবি তৈরি, কোড লেখা কিংবা নানা প্রশ্নের উত্তর পেতে পারবেন, তা–ও কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই। এতে যেমন ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুরক্ষিত থাকবে, তেমনি সার্ভারে তথ্য পাঠানো বা প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করারও প্রয়োজন পড়বে না।

‘এআই এজ গ্যালারি’ অ্যাপের কেন্দ্রে রয়েছে গুগলের নিজস্ব ভাষা মডেল ‘জেমিনি ৩–১বি’। মাত্র ৫২৯ মেগাবাইট আকারের এই মডেল প্রতি সেকেন্ডে ২ হাজার ৫৮৫টি টোকেন প্রক্রিয়াজাত করতে পারবে। এর ফলে খুব কম সময়েই টেক্সট তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ, কিংবা মেসেজিং অ্যাপে স্মার্ট রিপ্লাই দেওয়ার মতো কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে। গুগল জানিয়েছে, অ্যাপটি তৈরি করা হয়েছে তাদের ‘এআই এজ’ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। এতে ব্যবহৃত হয়েছে টেনসরফ্লো লাইট ও মিডিয়াপাইপের মতো প্রযুক্তি, যা ফোনের হার্ডওয়্যার অনুযায়ী এআই পারফরম্যান্সকে অপটিমাইজ করে।

তবে কোম্পানির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ডিভাইসভেদে পারফরম্যান্স ভিন্ন হতে পারে। পুরোনো বা কম শক্তিশালী ফোনে বড় মডেল চালাতে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে অপেক্ষাকৃত হালকা মডেল ব্যবহার করাই ভালো।

এতে ‘এআই চ্যাট’ ও ‘আস্ক ইমেজ’ নামের দুটি প্রধান ফিচার থাকবে, যার মাধ্যমে সহজেই পাওয়া যাবে লেখা বা ছবিভিত্তিক এআই সহায়তা। তা ছাড়া রয়েছে ‘প্রম্পট ল্যাব’ নামের একটি অংশ, যেখানে ব্যবহারকারী একক প্রশ্ন দিয়ে মডেলের প্রতিক্রিয়া পরীক্ষা করতে পারবেন। এই ল্যাবে কিছু রেডি টেমপ্লেট ও রেসপন্স সেটিংসও যুক্ত রয়েছে।

গুগল জানিয়েছে, অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি ‘আলফা’ সংস্করণ হিসেবে উন্মুক্ত করা হয়েছে। তবে অ্যাপটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং অ্যাপাচি ২.

০ লাইসেন্সের আওতায় প্রকাশিত হওয়ায় চাইলেই যে কেউ এটি ব্যবহারের পাশাপাশি পরিবর্তন বা বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। গুগল আরও জানিয়েছে, শিগগিরই আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপটির আইওএস সংস্করণও উন্মুক্ত করা হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা