‘সকালে চোখের সামনে বাবা-দাদা বের হলো, ফিরল লাশ হয়ে’
Published: 4th, June 2025 GMT
‘সকালে চোখের সামনে বাবা-দাদা বের হলো, ফিরল লাশ হয়ে। মা কিছুই খেতে পারছে না, কিছু বলতে পারছে না।’—কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন ইলমি আক্তার।
আজ বুধবার সকাল সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ইলমির বাবা মনির সরদার (৩৮) মারা যান। তাঁর বাড়ি শিবচরের মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচরে।
ওই দুর্ঘটনায় মনিরসহ নিহত হন পাঁচজন। দুর্ঘটনায় মনিরের বাবা ইব্রাহিম সরদার (৬৫) ও ফুফাতো ভাই তারা মিয়া শেখ (৪২) নিহত হন। নিহত অন্য দুজন হলেন ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি এলাকার আহাদুল মুন্সী (৪৫)। তাঁরা সবাই মাহিন্দ্রর যাত্রী ছিলেন।
আজ বেলা তিনটার দিকে ইব্রাহিম সরদারের বাড়িতে গিয়ে দেখা যায়, একই সঙ্গে বাবা-ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম। খবর পেয়ে প্রতিবেশীরাও তাদের বাড়িতে ভিড় করেছেন। পরিবার ও স্বজনদের মধ্যে চলছে কান্নার রোল। প্রতিবেশীরা নিহতের স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ঈদের আগে এমন মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছে না। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী।
মনিরের মেয়ে ইলমি আক্তার এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। হঠাৎ বাবার মৃত্যুতে তার সামনে অনিশ্চয়তা। বাবার শোকে কাতর ইলমি বলল, ‘বাবা চলে গেল, এখন আমাদের ভবিষ্যৎ কে দেখবে?
বেলা ২টার দিকে নিহত ব্যক্তিদের লাশ নিজ বাড়ি শিবচরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী। নিহত ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয় বাদ আসর।
নিহত মনির সরদারের স্ত্রী ইতি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শ্যাষ হইয়া গেল। আমার সন্তানগুলো কাকে বাবা বলে ডাকবে? ওদের পড়ালেখা কে করাবে? আমার সংসারডা ভেসে গেল। হায় আল্লাহ তুমি আমার সঙ্গে কেন এমন করলা। তুমি আমার স্বামীরে ফিরাইয়া দাও?’
ইলমি ছাড়া মনির–ইতি দম্পতির দুই ছেলেসন্তান আছে। তাদের একজনের বয়স ১০ বছর, অন্যজনের দেড় বছর।
প্রতিবেশী ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সকাল বেলা ওদের সঙ্গে দেখা। ওরা গরু কিনতে টেকেরহাট যাবে বলেছিল। দুর্ঘটনায় কতগুলো পরিবারের স্বপ্নকে মুহূর্তেই নিঃশেষ করে দিল। দুই দিন পরেই ঈদ। পরিবারটি ঈদের আনন্দের প্রস্তুতির জায়গায় এখন বিষাদের ছায়া।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন য় পর ব র আম র স সরদ র
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।