ম্যাচের বয়স তখন মাত্র ৬ মিনিট। কর্নার থেকে জামাল ভূঁইয়ার বাঁকানো শট। স্পট কিকে জামালের খ্যাতি বেশ। মাপা শট নিতে পারেন। ভুটানের বিপক্ষে গতকাল জাতীয় স্টেডিয়ামে তেমনই এক শট নিলেন। 

জটলা থেকে বেরিয়ে ডি বক্সের ভেতরে হামজা চৌধুরী লাফিয়ে উঠলেন। নিখুঁত হেড করে বল জড়ালেন জালে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেয়েছেন গোলের দেখা। গোল পেয়ে দারুণ উচ্ছ্বসিত হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, আমার ঘরের মাঠে অভিষেকে গোল করতে পেরে আমি গর্বিত।’’

হামজার শুরুর গোলের পর সোহেল রানা দ্বিতীয়ার্থে ব্যবধান দ্বিগুন করেন। বাংলাদেশ ভুটানকে হারায় ২-০ গোলে। ফিফা র‌্যাংকিংয়ে পিঠাপিঠি অবস্থানে থাকা দুই দলের ম্যাচটি ছিল ফ্রেন্ডলি। বাংলাদেশের জন্য সামনে অপেক্ষা করছে বড় কিছুর। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। যে ম্যাচকে ঘিরে উত্তেজনা, উন্মাদনা ছড়িয়ে গেছে অনেকটা। 

ভুটানকে হারিয়ে আত্মবিশ্বাসে জ্বালানি পেয়েছে বাংলাদেশ। শেষ রাতের পারফরম্যান্সে তৃপ্ত হামজাও।, ‘‘বড় খেলার আগে ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। উষ্ণ অভ্যর্থনার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ! মঙ্গলবার রাতে দেখা হবে, ইনশাআল্লাহ।’’

হামজার ছোঁয়ায় বাংলাদেশের ফুটবল আকাশে নতুন বাতাস বইছে। ভুটানকে হারিয়ে যে আত্মবিশ্বাস পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা, সিঙ্গাপুরের বিপক্ষেও একই ধারাবাহিকতা থাকলে নিশ্চিতভাবেই বলা যাবে ফুটবলের দিন শুরু। 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। 

আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ। 

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়। 

পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল। 

ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র‌্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র‌্যাঙ্কিং ৫৫)। র‌্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না। 

প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জুয়েল, অর্থাভাবে অনিশ্চিত ভুটান যাত্রা
  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ