ম্যাচের বয়স তখন মাত্র ৬ মিনিট। কর্নার থেকে জামাল ভূঁইয়ার বাঁকানো শট। স্পট কিকে জামালের খ্যাতি বেশ। মাপা শট নিতে পারেন। ভুটানের বিপক্ষে গতকাল জাতীয় স্টেডিয়ামে তেমনই এক শট নিলেন। 

জটলা থেকে বেরিয়ে ডি বক্সের ভেতরে হামজা চৌধুরী লাফিয়ে উঠলেন। নিখুঁত হেড করে বল জড়ালেন জালে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেয়েছেন গোলের দেখা। গোল পেয়ে দারুণ উচ্ছ্বসিত হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, আমার ঘরের মাঠে অভিষেকে গোল করতে পেরে আমি গর্বিত।’’

হামজার শুরুর গোলের পর সোহেল রানা দ্বিতীয়ার্থে ব্যবধান দ্বিগুন করেন। বাংলাদেশ ভুটানকে হারায় ২-০ গোলে। ফিফা র‌্যাংকিংয়ে পিঠাপিঠি অবস্থানে থাকা দুই দলের ম্যাচটি ছিল ফ্রেন্ডলি। বাংলাদেশের জন্য সামনে অপেক্ষা করছে বড় কিছুর। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। যে ম্যাচকে ঘিরে উত্তেজনা, উন্মাদনা ছড়িয়ে গেছে অনেকটা। 

ভুটানকে হারিয়ে আত্মবিশ্বাসে জ্বালানি পেয়েছে বাংলাদেশ। শেষ রাতের পারফরম্যান্সে তৃপ্ত হামজাও।, ‘‘বড় খেলার আগে ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। উষ্ণ অভ্যর্থনার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ! মঙ্গলবার রাতে দেখা হবে, ইনশাআল্লাহ।’’

হামজার ছোঁয়ায় বাংলাদেশের ফুটবল আকাশে নতুন বাতাস বইছে। ভুটানকে হারিয়ে যে আত্মবিশ্বাস পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা, সিঙ্গাপুরের বিপক্ষেও একই ধারাবাহিকতা থাকলে নিশ্চিতভাবেই বলা যাবে ফুটবলের দিন শুরু। 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা