আঠারো বছর পর আইপিএলের শিরোপা জেতায় রক্তের দাগ লেগে থাকল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর গায়ে। বুধবার বিরাট কোহলিদের বরণ করে নিতে গিয়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এসেছিলেন ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামি স্টেডিয়ামে। সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। এতে আহত হয়েছেন অন্তত ৫০। মর্মান্তিক এই ঘটনার পর ব্যাঙ্গালুরু পুলিশ অপরাধমূলক অবহেলার অভিযোগ এনেছে আইপিএলের ফ্রাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে।

বৃহস্পতিবার স্থানীয় কুবন পার্ক থানায় পুলিশের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজটির মালিকানা সংস্থা, ডিএনএ নামের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে এফআইআর করা হয়। 

সংবাদ সংস্থা এএনআইএ–এর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে জনস্বার্থে পুলিশকে ব্যাবস্থা নিতে বলেন। তারপর এফআইআরটি করা হয়। 

এর আগে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ব্যাঙ্গালুরু ফ্রাঞ্চাইজি কতৃপক্ষ নিহত প্রতিটি পরিবারকে ১০ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দেয়। সেই সঙ্গে আহত পরিবারদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেয়। 

এছাড়াও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেন।

এদিকে এই ঘটনার পর বিরাট কোহলি এবং তার দলের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। মদন লালের মতো সাবেক ক্রিকেটার ব্যাঙ্গালুরু দলটির বিরুদ্বে মামলা করার দাবি তুলেছেন। যেদিন সেখানে স্টেডিয়ামের বাইরে সমর্থকরা বিশৃঙ্খলার মধ্যে পরেছিল, সে সময় স্টেডিয়ামের ভেতরে কোহলিদের বিজয় উৎসবের অনুষ্ঠান চলছিল। তারা কি পারতেন না অনুষ্ঠানটি বন্ধ রাখতে? বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে এমন প্রশ্ন তোলার পর বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন কোহলি। তিনি বলেন, ‘ভাষা হারিয়ে ফেলছি। বলার মতো অবস্থায় নেই। খুবই ভয় পেয়েছি।’ 

ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন সংবাদ সংস্থা পিটিআইকে জানান, কোহলি জানতেন না যে অনুষ্ঠান চলাকালে বাইরে সমর্থকরা পদদলিত হয়েছেন। অনুষ্ঠানটির আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আর ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন কপিল দেবও। তিনি বলেন, ‘খবরটি ভীষণভাবে কষ্ট দিয়েছে আমাকে।  বিজয়োৎসবের চেয়ে মানুষের জীবন অনেক মূল্যবান। এখানে কিছু মানুষের দায়িত্বহীনতা ছিল। ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান করার আগে বিষয়টি মাথায় রাখতে হবে।’  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত পদদল ত অন ষ ঠ ন পর ব র র পর ব

এছাড়াও পড়ুন:

এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ

দ্বিতীয় বছরের মত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনো সিনেমাা বা তথ্যচিত্র দেখানো হচ্ছে না। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির তরফে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়ছে। পরবর্তীতে কমিটির তরফে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যে ছবি তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কোন ক্যাটাগরিতেই বাংলাদেশি সিনেমার নাম উল্লেখ নেই। 

মূলত ভিসা জটিলতা এবং রাজনৈতিক কারণেই এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের উপস্থিতি থাকছে না। 

বিষয়টি নিয়ে গত বছরই উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পরিচালক গৌতম ঘোষ। সেসময় তাকে বলতে শোনা গিয়েছিল, “এবারের পরিস্থিতি ভিন্ন। সেদেশে ভিসা সমস্যা রয়েছে। আর বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে অনেকটা সময় লাগবে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় চলচ্চিত্র উৎসবের তালিকায় বাংলাদেশের কোনো ছবি নেই। আমরা আশা করব চলচ্চিত্র উৎসবের পরবর্তী এডিশনের (৩১ তম) আগে প্রতিবেশী দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অবস্থার যে কোনো পরিবর্তন হয়নি তা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অনুপস্থিতির ঘটনাটাই পরিষ্কার। 

যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য  বলেছেন, “আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি ছবি জমা দেওয়া হয়েছিল। তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু দুঃখের বিষয় এটি আমাদের কাঙ্ক্ষিত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে চলচ্চিত্র উৎসবে এই ছবিটি জায়গা পায়নি।”

চলতি বছরের ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এক সপ্তাহব্যাপী এই উৎসব চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এই উৎসবে ৩৯ টি দেশের ২১৫ টি ছবি দেখানো হবে। ভারত ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ব্রাজিল, মরক্কো, অস্ট্রিয়া, তুরস্ক, বলিভিয়া, গুয়েতেমালা, শ্রীলংকা, চীন, জাপান, ইরান, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিলিস্তিন, ইরাক, সৌদি আরব, মিশর, সুদান, লেবানন।

সুচরিতা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু