আঠারো বছর পর আইপিএলের শিরোপা জেতায় রক্তের দাগ লেগে থাকল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর গায়ে। বুধবার বিরাট কোহলিদের বরণ করে নিতে গিয়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এসেছিলেন ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামি স্টেডিয়ামে। সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। এতে আহত হয়েছেন অন্তত ৫০। মর্মান্তিক এই ঘটনার পর ব্যাঙ্গালুরু পুলিশ অপরাধমূলক অবহেলার অভিযোগ এনেছে আইপিএলের ফ্রাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে।

বৃহস্পতিবার স্থানীয় কুবন পার্ক থানায় পুলিশের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজটির মালিকানা সংস্থা, ডিএনএ নামের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে এফআইআর করা হয়। 

সংবাদ সংস্থা এএনআইএ–এর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে জনস্বার্থে পুলিশকে ব্যাবস্থা নিতে বলেন। তারপর এফআইআরটি করা হয়। 

এর আগে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ব্যাঙ্গালুরু ফ্রাঞ্চাইজি কতৃপক্ষ নিহত প্রতিটি পরিবারকে ১০ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দেয়। সেই সঙ্গে আহত পরিবারদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেয়। 

এছাড়াও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেন।

এদিকে এই ঘটনার পর বিরাট কোহলি এবং তার দলের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। মদন লালের মতো সাবেক ক্রিকেটার ব্যাঙ্গালুরু দলটির বিরুদ্বে মামলা করার দাবি তুলেছেন। যেদিন সেখানে স্টেডিয়ামের বাইরে সমর্থকরা বিশৃঙ্খলার মধ্যে পরেছিল, সে সময় স্টেডিয়ামের ভেতরে কোহলিদের বিজয় উৎসবের অনুষ্ঠান চলছিল। তারা কি পারতেন না অনুষ্ঠানটি বন্ধ রাখতে? বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে এমন প্রশ্ন তোলার পর বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন কোহলি। তিনি বলেন, ‘ভাষা হারিয়ে ফেলছি। বলার মতো অবস্থায় নেই। খুবই ভয় পেয়েছি।’ 

ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন সংবাদ সংস্থা পিটিআইকে জানান, কোহলি জানতেন না যে অনুষ্ঠান চলাকালে বাইরে সমর্থকরা পদদলিত হয়েছেন। অনুষ্ঠানটির আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আর ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন কপিল দেবও। তিনি বলেন, ‘খবরটি ভীষণভাবে কষ্ট দিয়েছে আমাকে।  বিজয়োৎসবের চেয়ে মানুষের জীবন অনেক মূল্যবান। এখানে কিছু মানুষের দায়িত্বহীনতা ছিল। ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান করার আগে বিষয়টি মাথায় রাখতে হবে।’  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত পদদল ত অন ষ ঠ ন পর ব র র পর ব

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
  • ২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি
  • শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫