প্রথমবারের মতো বিশ্ব দাবা ফেডারেশন (ফিদে) আয়োজন করতে যাচ্ছে ওয়ার্ল্ড র‍্যাপিড অ্যান্ড ব্লিটজ টিম চ্যাম্পিয়নশিপ। ১০ থেকে ১৬ জুন ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

টুর্নামেন্টে খেলোয়াড়দের সব খরচ বহন করতে হয় সংশ্লিষ্ট ফেডারেশনকে। বাংলাদেশ দাবা ফেডারেশন শুরুতে টুর্নামেন্টে অংশ নিতে নিবন্ধন করলেও শেষ পর্যন্ত কোনো দল পাঠাচ্ছে না। এ নিয়ে দাবা অঙ্গনে প্রশ্ন উঠেছে—নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরও কেন এমন একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া গেল না?

এ বিষয়ে জানতে চাইলে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুমন প্রথম আলোকে বলেন, ‘একটা স্পনসর এগিয়ে এসেছিল বলে আমরা অনেকটা দূর এগিয়ে যাই। কিন্তু শেষ মুহূর্তে স্পনসর প্রতিষ্ঠান পিছটান দেওয়ায় আমরা দল পাঠাতে পারলাম না।’

টুর্নামেন্টটির নিয়ম অনুযায়ী, প্রতি দলে সর্বোচ্চ ৯ জন খেলোয়াড় রাখা যাবে, খেলবে ৬ জন। এটি ওপেন বিভাগ, যেখানে নারী-পুরুষ যে কেউ অংশ নিতে পারবেন। তবে দলের মধ্যে অন্তত একজন নারী খেলোয়াড় থাকা বাধ্যতামূলক। সেই সঙ্গে দলে এমন একজন খেলোয়াড় রাখতে হবে, যাঁর রেটিং কখনোই ২০০০-এর বেশি হয়নি।

আরও পড়ুনদাবা খেলা নিষিদ্ধ হলো আফগানিস্তানে১২ মে ২০২৫

জানা গেছে, বাংলাদেশ দল চূড়ান্ত করেছিল ফেডারেশন। দলে রাখা হয়েছিল ইংল্যান্ডে অবস্থানরত গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবকে। সঙ্গে ছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, মনন রেজা, তাহসিন তাজওয়ার, অনত চৌধুরী, মিনহাজ উদ্দিন, ওয়ালিজা আহমেদ ও ওয়াদিফা আহমেদ।

বিশ্ব দাবার এই নতুন উদ্যোগে অংশ না নেওয়াকে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হারানো বলেই মনে করছেন দেশের দাবাপ্রেমীরা। কারণ, ক্রিকেটের টি–টোয়েন্টির মতো র‍্যাপিড ও ব্লিটজ দাবা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

আরও পড়ুনজোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে ওয়াদিফা এখন মহিলা আন্তর্জাতিক মাস্টার, খেলবেন বিশ্বকাপেও১৮ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু 

ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু