টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিবের মরদেহ ঢাকায় আসবে শুক্রবার রাতে, পরদিন দাফন
Published: 10th, June 2025 GMT
রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ হিল রাকিবের মরদেহ বিমানের একটি ফ্লাইটে আগামী শুক্রবার রাতে ঢাকায় ফিরবে।
এমন তথ্য দিয়ে আবদুল্লাহ হিল রাকিবের বন্ধু স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ প্রথম আলোকে জানান, বর্তমানে আবদুল্লাহ হিল রাকিবের মরদেহ হিমঘরে রাখা হয়েছে। কানাডার টরন্টোর ড্যানফোর্থে সুন্নাতে জামাত মসজিদে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাতটায় রাকিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন বিমানের একটি ফ্লাইটে রাকিবের মরদেহ নিয়ে তাঁর পরিবারের সদস্যরা দেশের উদ্দেশে রওনা দেবেন। সব ঠিক থাকলে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছাবেন তাঁরা।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আগামী শনিবার উত্তরায় বিজিএমইএ ভবন ও বনানী ডিওএইচএসে আবদুল্লাহ হিল রাকিবের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে সফল এই উদ্যোক্তার।
টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব ৯ জুন বিকেলে কানাডার একটি লেকে নৌকা দুর্ঘটনায় মারা গেছেন। একই দুর্ঘটনায় বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মো.
তিন দশক ধরে তৈরি পোশাকশিল্পের সঙ্গে যুক্ত আবদুল্লাহ হিল রাকিব। তিনি বিজিএমইএর সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। সফল এই উদ্যোক্তা পড়ালেখা শেষে ছয় বছর দেশি-বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করেন। মুনাফার অংশীদারত্বে ১৯৯৯ সালে একটি বায়িং হাউস করেন তিনি। তারপর পোশাক কারখানা করেন আবদুল্লাহ হিল রাকিব। এ ক্ষেত্রে অন্য উদ্যোক্তাদের চেয়ে ভিন্ন পথে হেঁটেছেন তিনি। একে একে চারটি রুগ্ণ পোশাক কারখানা কিনে সেগুলোতে প্রাণ ফিরিয়েছেন। তার মধ্যে দুটি পরিবেশবান্ধব কারখানা। শুধু কি প্রাণ ফেরানো? বন্ধ কারখানাকে করেছেন লাভজনক। তৈরি করেছেন হাজার হাজার লোকের কর্মসংস্থান। দেশের ভেতরেও পোশাকের ব্র্যান্ড টুয়েলভ প্রতিষ্ঠা করেছেন।
নৌকা দুর্ঘটনার আগে লেকের পাড়ে টিম গ্রুপের এমডি আব্দুল্লাহ হিল রাকিব।উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ ল ল হ হ ল র ক ব র র ক ব র মরদ হ
এছাড়াও পড়ুন:
ভাড়া ফ্ল্যাটকে প্রধান কার্যালয় দেখিয়ে নিবন্ধনের আবেদন বিএসডিপির, নেই সাইনবোর্ডও
ছবি: প্রথম আলো