Prothomalo:
2025-11-02@10:40:15 GMT

‘উৎসব’–এর শো বাড়ল

Published: 11th, June 2025 GMT

পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে ‘উৎসব’। ছবিটি দেখতে ভিড় করছেন দর্শকেরা। দর্শকের আগ্রহের কথা বিবেচনা করে শোর সংখ্যা বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

ছবিটির নির্মাতা তানিম নূর প্রথম আলোকে জানান, আগামী পরশু থেকে স্টার সিনেপ্লেক্স ১৩টি শো চালাবে।

স্টার সিনেপ্লেক্সে মুক্তির দিনে ৫টি শো চলেছে, পরদিন থেকে ৯টি করে শো চলেছে। আজ ১০টি ও আগামীকাল ১১টি করে শো চালাবে সিনেপ্লেক্স।
বড় তারকা, কমেডি আর নব্বইয়ের নস্টালজিয়া উসকে দেওয়া গান-ট্রেলার দিয়ে এরই মধ্যে আলোচনায় সিনেমাটি।

আরও পড়ুনঈদের ছয় সিনেমা, কোনটিতে কী আছে০৭ জুন ২০২৫

নির্মাতারা বলছেন, এটি সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা। সিনেমার ট্যাগলাইনেও ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ।’ সিনেমার টিজার আর ট্রেলারে দেশের টেলিভিশন ও সিনেমার অনেক আলোচিত কাজ ও চরিত্রকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে।

যেমন টিজারের শেষে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘কী আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’ ‘আজ রবিবার’ নাটকের দর্শকদের সংলাপটি চেনা চেনা মনে হতে পারে। নির্মাতা জানান, এমন আরও কিছু সংলাপ সিনেমায় আছে, যা দর্শকদের নিয়ে যেতে পারে ফেলে আসা সময়ে।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু