কোচ কাবরেরার পদত্যাগ দাবি, অনিশ্চয়তায় ভবিষ্যৎ
Published: 14th, June 2025 GMT
সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। দেশের মাটিতে এশিয়ান কাপ বাছাইপর্বে ২-১ গোলে হারের পর জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা চলছে সমর্থক মহলে। ফুটবলপ্রেমীদের একাংশ স্প্যানিশ এই কোচের কার্যকারিতা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন।
আজ শনিবার (১৪ জুন) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কাবরেরাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘আমি কোচ কাবরেরার পদত্যাগ চাই। আমাদের মূল লক্ষ্য—১৮ কোটি মানুষকে হাসাতে পারা, সেই জন্যই এই পরিবর্তন দরকার।’’
তবে বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাবরেরার ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী জাতীয় দল কমিটির সভায় সিঙ্গাপুর ম্যাচে দলের দুর্বল পারফরম্যান্সের ব্যাখ্যা চাইতে পারেন কর্মকর্তারা।
আরো পড়ুন:
হামজা-শমিত-ফাহমিদুলকে রেখে বাংলাদেশের দল ঘোষণা
রাতে পুনরায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ছাড়বে বাফুফে
উল্লেখ্য, কাবরেরার বর্তমান চুক্তি ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বলবৎ রয়েছে। ফলে তাকে মাঝপথে বাদ দিতে হলে ফেডারেশনকে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হতে পারে। এ কারণে আপাতত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছে না বাফুফে।
সামগ্রিকভাবে পরিস্থিতি বেশ টালমাটাল। কোচকে ঘিরে বিতর্ক, সমর্থকদের চাপ এবং খেলার ফলাফলের হতাশা—সব মিলিয়ে কাবরেরার দিনগুলো এখন অনেকটাই অনিশ্চয়তার ছায়ায় ঢাকা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক বর র র
এছাড়াও পড়ুন:
ধোনি কেন আইপিএল ছাড়তে পারছেন না: পেছনে হাজার কোটি টাকার খেলা
বয়স ৪৪, শরীরও আর আগের মতো চলছে না। তবু মহেন্দ্র সিং ধোনি আইপিএল ছাড়েননি। সর্বশেষ মৌসুমে খেলেছেন, শোনা যাচ্ছে, পরের মৌসুমেও খেলবেন। অথচ তাঁর মাঠের পারফরম্যান্স বলছে, সময় ফুরিয়েছে। তবু তিনি খেলে যাচ্ছেন কেন? ক্রিকেট ছাড়তে পারছেন না তাই? নাকি খ্যাতির মোহ? সত্যিটা এসবের চেয়েও বড়—ধোনি এখন শুধুই একজন ক্রিকেটার নন, তিনি একটি বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেমের মূল স্তম্ভ, যাঁর বিদায় মানে অনেক কিছুর ধস।
চলুন দেখা যাক, কীভাবে ধোনির একটুখানি মাঠে থাকা বদলে দেয় বিশাল অঙ্কের হিসাব।২৩ কোটি ৫০ লাখ ডলারের ব্র্যান্ড ভ্যালু ২০২৫ আইপিএল ছিল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জন্য ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসেই সবচেয়ে বাজে মৌসুম। পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে থেকে মৌসুম শেষ করেছে তারা। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার, এর কোনো প্রভাবই পড়েনি সিএসকের ব্র্যান্ড ভ্যালুতে; বরং সামান্য বেড়েছে!
হুলিহ্যান লোকির ‘আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি ২০২৫’ প্রতিবেদন বলছে, ২০২৫ সালে সিএসকের ব্র্যান্ড ভ্যালু বেড়ে হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ডলার, যা ২০২৪ সালে ছিল ২৩ কোটি ১০ লাখ ডলার। যদিও আইপিএলের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজির র্যাঙ্কিংয়ে চেন্নাই ১ নম্বর থেকে তিনে নেমে গেছে, কিন্তু সেটা পুরোপুরি মাঠের পারফরম্যান্সের কারণে নয়।
তুলনা করে দেখা যাক—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) প্রথমবার আইপিএল জেতায় তাদের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ২৬ কোটি ৯০ লাখ ডলারে, উঠে এসেছে ১ নম্বরে। অথচ সিএসকে কিছু না করেই সেরা তিনে আছে শুধু একজনের জন্য—ঠিক ধরেছেন, এম এস ধোনি!
২০২৩ আইপিএলের একটি মুহূর্তই বলে দেয়, ধোনির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ৩ বল খেলেছিলেন ধোনি, করেছিলেন ১২ রান। তাতেই ওটিটি প্ল্যাটফর্মে ভিউয়ারশিপ পৌঁছায় ১ কোটি ৭০ লাখে, যা ছিল সে মৌসুমের সর্বোচ্চ। এমনকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ১ কোটি ৬০ লাখ ভিউয়ারকেও ছাপিয়ে গিয়েছিল ধোনির সেই ৩ বল স্থায়ী ইনিংসটা!
টিএএম মিডিয়া রিসার্চ বলছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ধোনি দিনে গড়ে বিভিন্ন প্লাটফর্মে ১৪ ঘণ্টা স্ক্রিন টাইম ধরে রেখেছেন। ২০২৪ সালে তিনি ৪২টি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন, যা অমিতাভ বচ্চন (৪১) ও শাহরুখ খানের (৩৪) চেয়েও বেশি।