কোচ কাবরেরার পদত্যাগ দাবি, অনিশ্চয়তায় ভবিষ্যৎ
Published: 14th, June 2025 GMT
সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। দেশের মাটিতে এশিয়ান কাপ বাছাইপর্বে ২-১ গোলে হারের পর জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা চলছে সমর্থক মহলে। ফুটবলপ্রেমীদের একাংশ স্প্যানিশ এই কোচের কার্যকারিতা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন।
আজ শনিবার (১৪ জুন) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কাবরেরাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘আমি কোচ কাবরেরার পদত্যাগ চাই। আমাদের মূল লক্ষ্য—১৮ কোটি মানুষকে হাসাতে পারা, সেই জন্যই এই পরিবর্তন দরকার।’’
তবে বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাবরেরার ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী জাতীয় দল কমিটির সভায় সিঙ্গাপুর ম্যাচে দলের দুর্বল পারফরম্যান্সের ব্যাখ্যা চাইতে পারেন কর্মকর্তারা।
আরো পড়ুন:
হামজা-শমিত-ফাহমিদুলকে রেখে বাংলাদেশের দল ঘোষণা
রাতে পুনরায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ছাড়বে বাফুফে
উল্লেখ্য, কাবরেরার বর্তমান চুক্তি ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বলবৎ রয়েছে। ফলে তাকে মাঝপথে বাদ দিতে হলে ফেডারেশনকে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হতে পারে। এ কারণে আপাতত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছে না বাফুফে।
সামগ্রিকভাবে পরিস্থিতি বেশ টালমাটাল। কোচকে ঘিরে বিতর্ক, সমর্থকদের চাপ এবং খেলার ফলাফলের হতাশা—সব মিলিয়ে কাবরেরার দিনগুলো এখন অনেকটাই অনিশ্চয়তার ছায়ায় ঢাকা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক বর র র
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত