২০১৭ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি ভারতের করুন নায়ারের। নিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন করুন। এরপর খুব একটা ভালো সময় যায়নি তার। বাদ পড়ে যান দল থেকে।
এরপর কেবল অপেক্ষা ও অপেক্ষা। সেই অপেক্ষা অবশেষে ফুরাল ৮ বছর পর। লম্বা সময় পর ডানহাতি ব্যাটসম্যানের আবার সুযোগ আসল জাতীয় দলে। সম্প্রতি ব্যাট হাতে অসাধারণ সব ইনিংস খেলেছেন করুন। ঘরোয়া ক্রিকেটে সব প্রতিযোগিতায় রানের বন্যা বইয়ে দিয়ে সুযোগ পেয়েছেন জাতীয় দলে।
লিডসে ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন’ সিরিজের প্রথমটিতে তাকে নিয়ে মাঠে নেমেছে ভারত। আজ ব্যাটিংয়ের সুযোগ হতে পারে। এই ম্যাচে একাদশে ফিরে অন্য রকম এক রেকর্ডে নিজেকে জড়িয়ে নিয়েছেন করুন। দুই সময়ের মাঝে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ মিস করার রেকর্ড এখন তারই দখলে।
আরো পড়ুন:
গিল যুগের শুরুতেই আক্রমণাত্মক বার্তা
গলে শেষ রোমাঞ্চের অপেক্ষা
২০১৭ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ৪০২ ম্যাচ মিস করেছেন করুন। জাতীয় দল থেকে বাদ পড়া ও ফেরার মাঝে এতো বেশি ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ক্রিকেটার করেননি।
তালিকায় তার পরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রায়ান এমরিট (৩৯৬), ইংল্যান্ডের জো ডেনলি (৩৮৪), ওয়েস্ট ইন্ডিজের ফ্লয়েড রেইফার (৩৮০) ও শ্রীলঙ্কার মাহেলা উদাওয়াট্টে (৩৭৪)।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর
ফের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আনন্দ আহুজা-সোনম কাপুর দম্পতির এটি দ্বিতীয় সন্তান। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।
সোনম-আনন্দ আহুজা দম্পতির ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে বলেন, “সোনম এখন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। তার মা হতে যাওয়ার খবরে দুই পরিবারেই অপার আনন্দ বিরাজ করছে। খুব শিগগির এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এই দম্পতি।”
আরো পড়ুন:
আমি আর গোবিন্দ ১৫ বছর ধরে আলাদা থাকি: সুনীতা আহুজা
আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেক
প্রথমবার গর্ভাবস্থায় সোনম কাপুর চমৎকার ফটোশুট করেছিলেন, যেখানে আবু জানি সান্দীপ খোসলার পোশাক পরে মাতৃত্বকালীন ফ্যাশনকে নতুন এক মাত্রা দিয়েছিলেন। অনন্য স্টাইলের জন্য সুপরিচিত সোনম বরাবরই ফ্যাশনের নতুন মানদণ্ড স্থাপন করে এসেছেন। এবারো তার মাতৃত্বকালীন সাজ-পোশাক কেমন হবে তা দেখার জন্য উদগ্রীব তার ভক্ত-অনুরাগীরা।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ২০২২ সালের ২০ আগস্ট, পুত্র সন্তানের জন্ম দেন সোনম। এটি তাদের প্রথম সন্তান।
প্রথম সন্তান জন্মের পর দুই বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমায় অভিনয় করেন সোনম কাপুর। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত