দক্ষিণ ব্রাজিলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৮
Published: 21st, June 2025 GMT
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় জনপদ সান্তা ক্যাটারিনায় একটি হট এয়ার বেলুন দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ওই বেলুনে ২১ জন আরোহী ছিলেন। বাকি ১৩ জন বেঁচে গেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশে থাকা অবস্থায় বেলুনটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে বিস্ফোরিত হয়ে মাটিতে পড়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যম জার্নাল রাজাওকে একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ওপর থেকে দুজনকে পড়ে যেতে দেখেছেন। ঝুড়িটি ভেঙে যাওয়ার কিছুক্ষণ পরেই বেলুনটি আছড়ে পড়ে।
তিনি আরও বলেন, বেলুনটি কোথায় পড়েছিল তা দেখার জন্য আমি দৌড়ে গিয়েছিলাম। সেখানে দুটি মরদেহ ও বেঁচে যাওয়া দু’জন ব্যক্তিকে দেখতে পেয়েছি। কাদায় ঢাকা এবং ভীতসন্ত্রস্ত অবস্থায় একজন নারী ও তার সঙ্গে থাকা একজন পুরুষকে দেখেছি।
স্থানীয় গভর্নর জর্গিনহো মেলো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, শনিবার সকালে প্রাইয়া গ্রান্ডেতে একটি বেলুন দুর্ঘটনা ঘটেছে। এতে আমরা সবাই হতবাক। আমাদের উদ্ধারকারী দল ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে.
উৎস: Samakal
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’-এ অপু-আদর
তরুণ নির্মাতা বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’। এতে জুটি বাঁধছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদ। গতকাল রাজধানীর মালিবাগে জমকালো সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।
অপু বিশ্বাসের প্রশংসা করে নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, “অপুর সঙ্গে এটি আমার তৃতীয় সিনেমা। দিদির সঙ্গে কাজ করে সবসময় এক ধরনের প্রশান্তি পাই। তিনি খুব হেল্পফুল একজন শিল্পী। গল্প শুনেই তিনি আগ্রহ প্রকাশ করেছেন। এই সিনেমায় অপুর বিপরীতে থাকছেন দুজন নায়ক। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া চাই।”
আরো পড়ুন:
কীভাবে এই খবর ছড়াল, প্রশ্ন ইধিকার
শাকিব খানের যে পরামর্শ মেনে চলেন অপু বিশ্বাস
দুই বছর পর বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। তিনি বলেন, “দীর্ঘ বিরতির পর ‘সিক্রেট’-এ যুক্ত হলাম। আমার বিপরীতে দুজন সুদর্শন নায়ক কাজ করছেন, তাদের একজন আদর আজাদ পরীক্ষিত অভিনেতা। আরেকজন ছোট পর্দার পরিচিত মুখ, তার এটি প্রথম সিনেমা; আমরা তাকে স্বাগত জানাই। বন্ধন বিশ্বাসের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। তিনি একজন পরীক্ষিত পরিচালক। সব মিলিয়ে আশা করছি, দর্শকদের জন্য ভালো একটি সিনেমা হবে।”
প্রযোজককে ধন্যবাদ জানিয়ে অপু বিশ্বাস বলেন, “তিনি আমাদের বুলিং করেন—তবে পজিটিভলি! এখন সময়টা ভালো। সোশ্যাল মিডিয়ার কারণে হোক বা অন্য যেকোনো কারণে সিনেমা আবার ভালো জায়গায় ফিরছে। অনেক প্রযোজক শাকিব খান ছাড়া সিনেমা নির্মাণে আগ্রহ দেখান না। এমন সময়ে আদর আজাদ ও নতুন নায়ককে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করায় এমকে প্রোডাকশনকে ধন্যবাদ জানাই।”
এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পীযূস সেন। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজকও তিনি।
দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে দাপুটে অবস্থান ধরে রেখেছেন অপু বিশ্বাস। অভিনয় করেছেন শতাধিক সিনেমায়; এর মধ্যে প্রায় ৮০টির নায়ক ছিলেন শাকিব খান। মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী, সাইমন সাদিক, ইমন, জয় চৌধুরীসহ বহু নায়কের বিপরীতে কাজ করেছেন তিনি।
অন্যদিকে, আদর আজাদ ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম: দ্য আল্টিমেট ম্যান’ রিয়েলিটি শোর ২০১৪ সালের চ্যাম্পিয়ন। প্রথমে নাটক ও বিজ্ঞাপনে পথচলা শুরু করলেও কয়েক বছর ধরে নিয়মিত সিনেমায় অভিনয় করছেন তিনি। নিশাত সালওয়া, পূজা চেরী ও শবনম বুবলীর বিপরীতে কাজ করে আলোচনায় এসেছেন এই নায়ক।
ঢাকা/রাহাত/শান্ত