পটুয়াখালীতে অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
Published: 24th, June 2025 GMT
পটুয়াখালীতে ১৩ বছরের এক অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শিশুটির খালা বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। পরে আদালতের বিচারক নিলুফার শিরিন সদর থানা-পুলিশকে মামলাটি রুজুর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী উম্মে আসমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ বছরের ওই শিশু কিছুটা প্রতিবন্ধী। ২০ জুন জেলা শহরের একটি সরকারি আবাসনে সে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণকে আসামি করা হয়েছে। বর্তমানে ওই তরুণ পলাতক।
এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি পটুয়াখালীর একটি সরকারি আবাসনে শিশুটিকে নিয়ে বসবাস করেন। বেশ কিছুদিন ধরে একই আবাসনের ওই তরুণ নানাভাবে শিশুটিকে উত্ত্যক্ত করতেন। এরপর ২০ জুন বিকেল ৫টার দিকে কৌশলে শিশুটিকে নিজ বসতঘরে ডেকে নেন আসামি। পরে সেখানে ধর্ষণের শিকার হয় শিশুটি। শিশুটি চিৎকার দিয়ে ডাকাডাকি শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই তরুণ।
এজাহারে আরও বলা হয়েছে, পরে ২২ জুন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়। ৫ বছর বয়সে শিশুটির মা এবং ১০ বছর বয়সে বাবা মারা যান। এরপর বাদী পটুয়াখালীর একটি সরকারি আবাসনে আশ্রয় নিয়ে তাঁকে লালনপালন করে আসছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুর্গম পাহাড়ে হরকাবানে তিন দিন আটকা ছিলেন, খাবারও ছিল না, এরপর কী করলেন একদল পর্যটক?
ছবি: মিঠুন আচার্যের সৌজন্যে