পটুয়াখালীতে অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
Published: 24th, June 2025 GMT
পটুয়াখালীতে ১৩ বছরের এক অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শিশুটির খালা বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। পরে আদালতের বিচারক নিলুফার শিরিন সদর থানা-পুলিশকে মামলাটি রুজুর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী উম্মে আসমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ বছরের ওই শিশু কিছুটা প্রতিবন্ধী। ২০ জুন জেলা শহরের একটি সরকারি আবাসনে সে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণকে আসামি করা হয়েছে। বর্তমানে ওই তরুণ পলাতক।
এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি পটুয়াখালীর একটি সরকারি আবাসনে শিশুটিকে নিয়ে বসবাস করেন। বেশ কিছুদিন ধরে একই আবাসনের ওই তরুণ নানাভাবে শিশুটিকে উত্ত্যক্ত করতেন। এরপর ২০ জুন বিকেল ৫টার দিকে কৌশলে শিশুটিকে নিজ বসতঘরে ডেকে নেন আসামি। পরে সেখানে ধর্ষণের শিকার হয় শিশুটি। শিশুটি চিৎকার দিয়ে ডাকাডাকি শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই তরুণ।
এজাহারে আরও বলা হয়েছে, পরে ২২ জুন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়। ৫ বছর বয়সে শিশুটির মা এবং ১০ বছর বয়সে বাবা মারা যান। এরপর বাদী পটুয়াখালীর একটি সরকারি আবাসনে আশ্রয় নিয়ে তাঁকে লালনপালন করে আসছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার
দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্লে-অফে জায়গা করে নিল শিকাগো ফায়ার এফসি। বাংলাদেশ সময় বুধবার (০১ অক্টোবর) সকালে দারুণ গোল উৎসবের ম্যাচে ইন্টার মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে নিশ্চিত করল তারা ২০১৭ সালের পর প্রথম প্লে-অফ।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শিকাগো। ম্যাচের ১১তম মিনিটেই জ্বলে ওঠেন জে দ’আভিলা। তিনি চমৎকার এক হেডারে এগিয়ে দেন দলকে। এরপর ৩১ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন জনাথন ডিন। ২-০ গোলে পিছিয়ে পড়ে একসময় চাপে পড়ে যায় মায়ামি।
আরো পড়ুন:
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
বুসকেটসের অবসর ঘোষণা: এক নিঃশব্দ শিল্পীর শেষ অধ্যায়
তবে ৩৯ মিনিটে টমাস আভিলেস গোল করে ব্যবধান কমান। কিন্তু বিরতিতে যাওয়ার আগেই রোমিং কুওমে গোল করে আবারও দুই গোলে এগিয়ে দেন শিকাগোকে।
দ্বিতীয়ার্ধে ফিরে মায়ামি পুরোপুরি ভরসা রাখে লুইস সুয়ারেজের অভিজ্ঞতায়। ৫৭ মিনিটে তার গোলেই ব্যবধান দাঁড়ায় ৩-২। এরপর জর্ডি আলবার দুর্দান্ত পাস থেকে ৭৪ মিনিটে সমতায় ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচ তখন দাঁড়িয়ে যায় ৩-৩ এ, আর মনে হচ্ছিল খেলা একেবারেই মায়ামির দিকে হেলে পড়ছে।
কিন্তু শেষ মুহূর্তে নতুন নাটক লিখে শিকাগো। ৮০ মিনিটে জাস্টিন রেইনল্ডস গোল করে আবারও এগিয়ে দেন দলকে। মাত্র তিন মিনিট পর দূরপাল্লার ঝড়ো শটে ব্রায়ান গুতিয়েরেজ নিশ্চিত করেন শিকাগোর স্মরণীয় জয়।
এই জয়ে এমএলএস টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে শিকাগো (১৫ জয়, ৬ ড্র, ১১ হার)। অন্যদিকে লিওনেল মেসির মায়ামি (১৬ জয়, ৮ ড্র, ৭ হার) যদিও আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। তবে টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য থাকলেন আর্জেন্টাইন তারকা। আর এই হারের ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়ে বড় ধাক্কা খেল মায়ামি। এখন শুধু জয় পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
উল্লেখ্য, ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল ৩০ আগস্টে, কিন্তু লিগস কাপ ফাইনাল খেলতে গিয়ে মায়ামির কারণে তা পিছিয়ে যায়। সেই ম্যাচে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।
ঢাকা/আমিনুল