রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে কাজল খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী মারা গেছে।

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। কাজল স্থানীয় মান্নান হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্র জানায়, কাজল তার মা–বাবার সঙ্গে কোনাপাড়ায় ছয়তলা ভবনটির চতুর্থ তলায় ভাড়া থাকত।

কাজলের মামা সুমন পাটোয়ারী আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, ভবনটির ছাদ বর্ধিত করার জন্য নির্মাণকাজ চলছে। গতকাল রাতে বিদ্যুৎ চলে গেলে গরম লাগছিল। তখন কাজল ভবনের ছাদে যায়। একটু পরে তার মা–ও ছাদে যান। একপর্যায়ে অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় কাজল।

কাজলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয় বলে জানান সুমন পাটোয়ারী। তিনি বলেন, অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে গতকাল রাত ১২টার দিকে কাজলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দেড়টার দিকে কাজল মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো.

ফারুক বলেন, লাশটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে।

কাজলদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলা। কাজলের বাবা কামাল হোসেন পেশায় রাজমিস্ত্রি। দুই বোনের মধ্যে কাজল বড় ছিল।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ