বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। দীর্ঘ দিন প্রেম করে ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জেইনকে বিয়ে করেন তিনি। বিয়ের ৬ মাসের মাথায় গুঞ্জন উঠেছিল, মা হতে যাচ্ছেন এই নায়িকা। তারপরও একাধিকবার একই গুঞ্জন ওঠে। তবে তা ‘মিথ্যা’ বলে দাবি করেন এই অভিনেত্রী। এবার মা হতে যাওয়ার গুঞ্জন উসকে দিলেন অঙ্কিতা নিজেই।

বর্তমানে টিভি রিয়েলিটি শো লাফটা শেফসের দ্বিতীয় সিজনে দেখা যাচ্ছে অঙ্কিতাকে। এ অনুষ্ঠানে ক্রুষ্ণা অভিষেকের মতো তারকাও রয়েছেন। শোয়ের মাঝে রান্নার একটি উপকরণ অঙ্কিতা লোখান্ডের হাত থেকে কেড়ে নিয়ে দৌড়াতে শুরু করেন ক্রুষ্ণা। অঙ্কিতা তাকে তাড়া করার চেষ্টা করেন। কিন্তু দ্রুত থেমে যান অঙ্কিতা। তারপর বলেন, “আমি প্রেগন্যান্ট। আমি দৌড়াতে পারব না।”

এ মুহূর্তের ভিডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে চলছে চর্চা। মজার ছলে মা হতে যাওয়ার কথা বলেছেন কি না তা অবশ্য পরিষ্কার নয়। আবার রসিকতার মাঝে অঙ্কিতা তার আনন্দের খবরটি দিয়েছেন বলেও নেটিজেনদের কেউ কেউ মনে করছেন।

আরো পড়ুন:

‘সন্তানেরা সুখী না থাকলে কোটি কোটি টাকা দিয়ে কী হবে’

সৌরভের বায়োপিক: রাজকুমার বললেন, নার্ভাস লাগছে

২০২৩ সালে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন অঙ্কিতা। এ আলাপচারিতায় মা হওয়ার পরিকল্পনা জানতে চাওয়া হলে অঙ্কিতা লোখান্ডে বলেছিলেন, “আমি কোনো দিনই কোনো কিছুই পরিকল্পনা করে করিনি। বিয়ে, ক্যারিয়ার নিজের মতো হয়েছে। তা ছাড়া বায়োলজিক্যাল ক্লক নিয়ে খুব বেশি চিন্তিত নই। যার যখন আসার সে তখন আসবেই। সবকিছুই ঈশ্বরের ইচ্ছে।”

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ছয় বছর একসঙ্গে ছিলেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা; যা পরিণয় পেয়েছে।

রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র গ ঞ জন

এছাড়াও পড়ুন:

ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর

ফের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আনন্দ আহুজা-সোনম কাপুর দম্পতির এটি দ্বিতীয় সন্তান। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে। 

সোনম-আনন্দ আহুজা দম্পতির ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে বলেন, “সোনম এখন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। তার মা হতে যাওয়ার খবরে দুই পরিবারেই অপার আনন্দ বিরাজ করছে। খুব শিগগির এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এই দম্পতি।” 

আরো পড়ুন:

আমি আর গোবিন্দ ১৫ বছর ধরে আলাদা থাকি: সুনীতা আহুজা

আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেক

প্রথমবার গর্ভাবস্থায় সোনম কাপুর চমৎকার ফটোশুট করেছিলেন, যেখানে আবু জানি সান্দীপ খোসলার পোশাক পরে মাতৃত্বকালীন ফ্যাশনকে নতুন এক মাত্রা দিয়েছিলেন। অনন্য স্টাইলের জন্য সুপরিচিত সোনম বরাবরই ফ্যাশনের নতুন মানদণ্ড স্থাপন করে এসেছেন। এবারো তার মাতৃত্বকালীন সাজ-পোশাক কেমন হবে তা দেখার জন্য উদগ্রীব তার ভক্ত-অনুরাগীরা। 

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ২০২২ সালের ২০ আগস্ট, পুত্র সন্তানের জন্ম দেন সোনম। এটি তাদের প্রথম সন্তান। 

প্রথম সন্তান জন্মের পর দুই বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমায় অভিনয় করেন সোনম কাপুর। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • বিজয়ের ব্যাটে খুলনার দাপুটে জয়
  • পিস্তল হাতকড়া ওয়াকিটকি নিয়ে জিপ-হাইয়েসে চলে যাওয়া ব্যক্তি কারা
  • চাকরির টাকায় চলছিল না সংসার, মাটি ছাড়া চারা উৎপাদন করে স্বাবলম্বী তাওহিদ
  • সিরাজের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা, ভারতের দারুণ শুরু
  • গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী
  • ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়
  • শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের জয় খুলনার
  • মহেশখালীতে পর্যটক টানছে ‘আগুন পান’, কী আছে এতে
  • ভারতের বিষ্ণোই গ্যাংকে কেন কানাডায় ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হলো
  • ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর