সৌরভ গাঙ্গুলীর বাড়তে কী কী খেলেন সারা, আদিত্যরা
Published: 27th, June 2025 GMT
গতকাল বৃহস্পতিবার কলকাতায় এসেছিলেন বলিউড তারকা সারা আলী খান ও আদিত্য রায় কাপুর। নিজেদের নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’র প্রচার করেন তাঁরা ইডেনে। এরপর রাতে বেহালায় সৌরভ গাঙ্গুলীর বাড়িতে সারেন নৈশভোজ। সারা-আদিত্যকে কী কী খাওয়ালেন সৌরভ? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
সৌরভের বাড়ি থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সারা-আদিত্য। পাশে সৌরভও ছিলেন। সারার চোখেমুখে উচ্ছ্বাস ধরা পড়ল। সারা বললেন, ‘খুব যত্ন করে, ভালোবেসে, বলে শেষ করতে পারব না, আমাদের কী কী খাওয়ানো হয়েছে।’ এরপর সৌরভের দিকে ফিরে বলেন, ‘ওই আলুর কী ছিল?’ তাতে সৌরভ জবাব দেন, ‘পোস্ত…!’
আদিত্য রায় কাপুর ও সারা আলী খানকে। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর
ফের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আনন্দ আহুজা-সোনম কাপুর দম্পতির এটি দ্বিতীয় সন্তান। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।
সোনম-আনন্দ আহুজা দম্পতির ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে বলেন, “সোনম এখন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। তার মা হতে যাওয়ার খবরে দুই পরিবারেই অপার আনন্দ বিরাজ করছে। খুব শিগগির এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এই দম্পতি।”
আরো পড়ুন:
আমি আর গোবিন্দ ১৫ বছর ধরে আলাদা থাকি: সুনীতা আহুজা
আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেক
প্রথমবার গর্ভাবস্থায় সোনম কাপুর চমৎকার ফটোশুট করেছিলেন, যেখানে আবু জানি সান্দীপ খোসলার পোশাক পরে মাতৃত্বকালীন ফ্যাশনকে নতুন এক মাত্রা দিয়েছিলেন। অনন্য স্টাইলের জন্য সুপরিচিত সোনম বরাবরই ফ্যাশনের নতুন মানদণ্ড স্থাপন করে এসেছেন। এবারো তার মাতৃত্বকালীন সাজ-পোশাক কেমন হবে তা দেখার জন্য উদগ্রীব তার ভক্ত-অনুরাগীরা।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ২০২২ সালের ২০ আগস্ট, পুত্র সন্তানের জন্ম দেন সোনম। এটি তাদের প্রথম সন্তান।
প্রথম সন্তান জন্মের পর দুই বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমায় অভিনয় করেন সোনম কাপুর। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত