মানিক হোসেনের বয়স তখন সবে ১৩ বছর। বাবাকে হারিয়ে দিশাহারা অবস্থা। পরিবারের দায়িত্ব এসে পড়ে কাঁধে। কিন্তু গ্রামে রোজগারের তেমন পথ নেই। সেই সময় আরও বিপদে ফেলল ’৮৮–এর ভয়াবহ বন্যা। উপায়ান্তর না পেয়ে একদিন করিমগঞ্জের বাড়ি থেকে ঢাকায় চলে এলেন মানিক।

ঢাকায় আসার অন্য উদ্দেশ্যও ছিল। তাঁদের গ্রামেই ইলিয়াস কাঞ্চনের বাড়ি। নায়কের সঙ্গে দেখা করে যদি কোনো কাজের ব্যবস্থা করা যায়। একে-ওকে ধরে নায়কের সঙ্গে দেখাও হলো। মানিক বলেন, ‘ভয়ে আমি কথাই বলতে পারছিলাম না। পরে অবশ্য বলে ফেলি আমাকে যেন শুটিংয়ে কোনো কাজের ব্যবস্থা করে দেন। কিন্তু ভাই আমাকে বললেন, গ্রামে ফিরে পড়াশোনা কর। শুনে আমার মনটা খারাপ হয়ে গেল।’

এফডিসিতে কাজ করার স্বপ্নটাই ভেস্তে গেল। তবে হাল ছাড়লেন না মানিক। এফডিসির গেটেই ঘুরতে থাকলেন। এদিকে সঙ্গে আনা সামান্য টাকাও শেষ। ঢাকায় থাকা-খাওয়ার কোনো জায়গা নেই। নিউমার্কেটে একটি দোকানে কাজ নিলেন। মন কিন্তু পড়ে থাকল এফডিসিতে। প্রায় দিনই গেটে আসেন। এভাবেই একদিন মামা সম্পর্কের একজনের সঙ্গে দেখা হয়ে যায়। প্রোডাকশন ম্যানেজারের কাজ করেন এই মামা। তাঁর সহযোগিতায় রূপসজ্জাকর আবদুল মান্নানের সহকারীর কাজ পান মানিক হোসেন। চিত্রনায়ক মান্নার সব সিনেমায় রূপসজ্জাকরের কাজ করেন তখন মান্নান। প্রায় পাঁচ বছর তাঁর সঙ্গে থেকে কাজ শেখেন মানিক।

মোশাররফ করিমের সঙ্গে মানিক হোসেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ