১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 

রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ৮ আগস্ট কোনো বিশেষ পালিত হবে না।  

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ বস

এছাড়াও পড়ুন:

গণঅভ্যুত্থানে শহীদ-আহত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ও মাদ্রাসাকে আগামী ২০ আগস্টের মধ্যে শহীদ ও আহত শিক্ষার্থীদের তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সেবা শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। 

মাউশি’র সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) জাবের মো. সোয়াইব স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে,   জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘটনা। শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করেছে। শহীদরা শুধু শিক্ষার্থী ছিলেন না, তারা ছিলেন পরিবর্তনের মশালবাহী ও গণতন্ত্রের সৈনিক। শহীদ ও আহতদের অবদান স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

জবি শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যা: অভিযোগপত্রে নেই সহকারী প্রক্টর দ্বীন ইসলাম

নোবিপ্রবিতে অ্যাকোয়াফুড গবেষণা-বিষয়ক কর্মশালা

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ দুই পাতার একটি প্রবন্ধ প্রস্তুত করতে বলা হয়েছে, যেখানে শহীদ ও আহতদের ছবি, পরিচয় ও প্রাসঙ্গিক তথ্য সংযুক্ত থাকবে। প্রতিষ্ঠানের প্রধান একটি কমিটি গঠন করে প্রবন্ধটি লিখে সম্পাদনা করবেন। এছাড়া, প্রবন্ধের সঙ্গে প্রমাণপত্র হিসেবে সরকারি গেজেট, সংবাদ প্রকাশনা, ছবি ও অন্যান্য নথির স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

প্রবন্ধের হার্ডকপির পাশাপাশি সফটকপি নিকস বাংলা ১৪ ফন্টে লিখে ই-মেইল করতে হবে [email protected] ঠিকানায়।

সরকারি কলেজগুলোর জন্য পৃথক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কলেজগুলোকে ১৪ আগস্টের মধ্যে [email protected] ঠিকানায় তথ্য পাঠাতে বলা হয়েছে।

পুরো প্রক্রিয়ার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব বদরুল হাসান লিটন। প্রয়োজনে তার সঙ্গে সরাসরি যোগাযোগের অনুরোধও করা হয়েছে নির্দেশনায়।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • গণ-অভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান
  • তরুণরাই হবেন নতুন বাংলাদেশের চালিকাশক্তি: আসিফ
  • দেশে কিছু ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে: দুদক চেয়ারম্যান
  • অবস্থা দেখে মনে হচ্ছে, হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ড. ইউনূস 
  • রাবিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইউট্যাবের বিজয় র‍্যালি
  • গণঅভ্যুত্থানে শহীদ-আহত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়