ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণকারী শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রবিবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপির থেকে জানা যায়, ফকিরাপুলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত মূল শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৫ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিবির দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত বাপ্পি তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ডিবি সদস্যদের ওপর গুলি চালানোর কথা স্বীকার করেছে।

যুগ্ম পুলিশ কমিশনার আরও জানান, সম্প্রতি ফকিরাপুল এলাকায় ডিবি সদস্যরা একটি গোপন অভিযানে গেলে বাপ্পি ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এই ঘটনার পর থেকেই ডিবি দল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরদার অভিযান শুরু করে। এই হামলার পেছনের কারণ এবং বাপ্পির সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ঢাকা/এমআর//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ