পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের জন্য ‘জাতীয় পরিবেশ পদক-২০২৪’ পেয়েছে স্নোটেক্স আউটারওয়‍্যার লিমিটেড। পরিবেশবান্ধব ইটিপি ও জিরো ওয়েস্ট জেনারেশনের লক্ষ্যে কাজের স্বীকৃতিস্বরূপ স্নোটেক্সকে এ পদক দেওয়া হয়।

গত বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) মো.

তোফাজ্জল হোসেনের হাতে এ পদক তুলে দেন।

পরিবেশ পদক পাওয়ার প্রতিক্রিয়ায় তোফাজ্জল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমাগত ভূমিক্ষয় ও অন্যান্য ক্ষতি থেকে প্রাণ-প্রতিবেশকে বাঁচাতেই পরিবেশবান্ধব কারখানা নির্মাণে আমরা মনোযোগ দিয়েছি। যার স্বীকৃতি হিসেবে এ অর্জন।’

স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর (গ্রুপ অপারেশন) মোশারফ হোসেন বলেন, ‘আসলে পুরস্কার পাওয়ার জন্য নয়, দেশের পরিবেশ ও প্রতিবেশ উপযোগী করেই আমরা আমাদের প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। তবে পদক পাওয়া সত্যিই আমাদের কাছে অসামান্য অর্জন। ভবিষ্যতেও আমাদের যেকোনো যাত্রা প্রাণ-প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখেই হবে।’

দেশের অন্যতম তৈরি পোশাক উৎপাদন ও রপ্তাননিকারক স্নোটেক্সের সহযোগী প্রতিষ্ঠান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড ঢাকার অদূরে ধামরাই উপজেলার ঢুলিভিটার লাকুরিয়া পাড়ায় অবস্থিত। বর্তমানে প্রতিষ্ঠানটির জনবল ৯ হাজারের বেশি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব শ

এছাড়াও পড়ুন:

হাসিনার মৃত্যুদণ্ড: সাভারে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করার পর ঢাকার ধামরাইয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ধামরাই উপজেলার বারবাড়িয়া এলাকায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে মিছিল করেন তারা। আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

আরো পড়ুন:

বাংলাদেশের বিচারিক ইতিহাসে এ রায় মাইলফলক হয়ে থাকবে: নাহিদ 

শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবি শহীদ রাকিবুলের মা-বাবার

মোজাম্মেল হক বলেন, ‘‘আমরা মনে করি এ রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন ঘটেছে। আমরা এ বিচারকার্যের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’’ 

তিনি আরো বলেন, ‘‘আমরা সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি, যে ঐতিহাসিক মুহূর্তের জন্য আমরা ১৫-১৬ বছর অপেক্ষা করেছি। আমরা শুধু এ রায়েই ক্ষান্ত হবো না।’’  অবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। 

পরে তারা সাধারণ জনগণের কাছে মিষ্টি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুদ আল শাহীন, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমান আলী, ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয়।
 

ঢাকা/সাব্বির/বকুল

সম্পর্কিত নিবন্ধ