জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার কমিটি গঠন
Published: 30th, June 2025 GMT
জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৮ইং তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ জুন) রাতে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে আলহাজ্ব শাহজাহান আলমকে সভাপতি, আলহাজ্ব হেদায়েত উল্লাহ খোকনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব শফিউদ্দিন সরদার খোকন, সহ- সভাপতি আলহাজ্ব বদিউজ্জামাল বদু, আলহাজ্ব কামাল হোসেন হাওলাদার, আলহাজ্ব খোরশেদ আলম, আলহাজ্ব রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব তাজুল ইসলাম টুটুল, সহ- সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজির আহম্মদ, কোষাধ্যক্ষ সামসুদ্দোহা শাহ আলম, সহ কোষাধ্যক্ষ আলহাজ্ব লুৎফর রহমান, কার্যকরী সদস্য হযরত মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা ফারুক আহম্মদ, আলহাজ্ব শওকত আলী, আলহাজ্ব আব্দুল বারেক, আলহাজ্ব নূর হোসেন, মুহাম্মদ মামুন খান, আলহাজ্ব শাহ আব্দুল হামিদ ও আলহাজ্ব রহমতুল্লাহ মানিক।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আলহ জ ব
এছাড়াও পড়ুন:
হাসিনার মৃত্যুদণ্ড: সাভারে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করার পর ঢাকার ধামরাইয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ধামরাই উপজেলার বারবাড়িয়া এলাকায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে মিছিল করেন তারা। আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরো পড়ুন:
বাংলাদেশের বিচারিক ইতিহাসে এ রায় মাইলফলক হয়ে থাকবে: নাহিদ
শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবি শহীদ রাকিবুলের মা-বাবার
মোজাম্মেল হক বলেন, ‘‘আমরা মনে করি এ রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন ঘটেছে। আমরা এ বিচারকার্যের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি, যে ঐতিহাসিক মুহূর্তের জন্য আমরা ১৫-১৬ বছর অপেক্ষা করেছি। আমরা শুধু এ রায়েই ক্ষান্ত হবো না।’’ অবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
পরে তারা সাধারণ জনগণের কাছে মিষ্টি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুদ আল শাহীন, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমান আলী, ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয়।
ঢাকা/সাব্বির/বকুল