জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার কমিটি গঠন
Published: 30th, June 2025 GMT
জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৮ইং তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ জুন) রাতে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে আলহাজ্ব শাহজাহান আলমকে সভাপতি, আলহাজ্ব হেদায়েত উল্লাহ খোকনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব শফিউদ্দিন সরদার খোকন, সহ- সভাপতি আলহাজ্ব বদিউজ্জামাল বদু, আলহাজ্ব কামাল হোসেন হাওলাদার, আলহাজ্ব খোরশেদ আলম, আলহাজ্ব রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব তাজুল ইসলাম টুটুল, সহ- সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজির আহম্মদ, কোষাধ্যক্ষ সামসুদ্দোহা শাহ আলম, সহ কোষাধ্যক্ষ আলহাজ্ব লুৎফর রহমান, কার্যকরী সদস্য হযরত মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা ফারুক আহম্মদ, আলহাজ্ব শওকত আলী, আলহাজ্ব আব্দুল বারেক, আলহাজ্ব নূর হোসেন, মুহাম্মদ মামুন খান, আলহাজ্ব শাহ আব্দুল হামিদ ও আলহাজ্ব রহমতুল্লাহ মানিক।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আলহ জ ব
এছাড়াও পড়ুন:
এআই নিয়ে টার্মিনেটর সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের সতর্কবার্তা
১৯৮৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য টার্মিনেটর’ সিনেমা দেখেছেন অনেকেই। জেমস ক্যামেরনের চিত্রনাট্য ও পরিচালনায় সেই সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির স্কাইনেট নামের একটি কাল্পনিক এআইয়ের সন্ধান পাওয়া যায়, যেটি পুরো মানবজাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। কাল্পনিক সেই এআইয়ের স্রষ্টা জেমস ক্যামেরন এবার বাস্তবের আধুনিক যুদ্ধাস্ত্র, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঝুঁকি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তার আশঙ্কা, এআই প্রযুক্তি লাগামহীনভাবে সামরিক প্রযুক্তিতে যুক্ত হলে মানবসভ্যতা টার্মিনেটরের মতো সর্বনাশের মুখে পড়তে পারে।
রোলিং স্টোন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন জানান, সামরিক ক্ষেত্রে এআইয়ের সিদ্ধান্ত গ্রহণের গতি মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে মানুষের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও বিপর্যয় ঠেকানো সম্ভব নাও হতে পারে। মানবজাতি এখন একসঙ্গে তিনটি বড় সংকটের মুখে। এগুলো হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ধ্বংস, পারমাণবিক অস্ত্র বিস্তার এবং অতিবুদ্ধিমান এআই। এই তিনটি সংকট একই সময়ে তীব্র আকার ধারণ করছে, যা মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, এআই পারমাণবিক বিপর্যয়ের সমতুল্য দুর্যোগ ঘটাতে পারে বলে মনে করেন ৩৬ শতাংশ এআই গবেষক। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলনে বিশেষজ্ঞেরা সতর্ক করে বলেছেন, খুব শিগগির এআই ও পারমাণবিক অস্ত্রের সমন্বয় প্রায় অনিবার্য হয়ে উঠতে পারে।
যুদ্ধাস্ত্রে এআই ব্যবহারের বিরোধিতা করলেও চলচ্চিত্র নির্মাণে এর সীমিত ও পরিকল্পিত ব্যবহারকে সমর্থন করেন ক্যামেরন। তার মতে, ভিজ্যুয়াল ইফেক্টের ক্ষেত্রে এআই ব্যয় প্রায় অর্ধেক কমিয়ে দিতে পারে। এআই সৃজনশীল প্রক্রিয়ার গতি বাড়ালেও চিত্রনাট্যকার বা অভিনেতার জায়গা নিতে পারবে না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া