নরসিংদীতে ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে মিনহাজুল আবেদীন ওরফে রিজভী (৩২) নামে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার একটি ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজুল আবেদীন নরসিংদীর শহরের পূর্ব ব্রাহ্মন্দীর বীরপুর মসজিদসংলগ্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে।

তবে কে বা কারা এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যে বাসায় হত্যাকাণ্ড ঘটেছে, সেটি সম্প্রতি তৈয়বুর রহমান নামের এক যুবক ভাড়া নিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিনের দুই বন্ধু মিনহাজুল আবেদীন এবং তৈয়বুর রহমানের বাড়ি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় খলাপাড়া গ্রামে। ওই এলাকায় ডিশের ব্যবসা একসময় যৌথভাবে করতেন দুজন। একপর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে তৈয়বকে ব্যবসা থেকে বের করে দেন মিনহাজুল। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মিনহাজুলকে সরিয়ে ওই ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নেন তৈয়ব। মিনহাজুল ওই ব্যবসায় আবার ফিরতে চাইলে আলোচনার নামে গতকাল রাতে তৈয়বের ওই ভাড়ার বাসায় তাঁকে ডেকে নিয়ে হত্যা করা হয়। মিনহাজুল ও তৈয়বের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার এই গলিতে পড়ে থাকে মিনহাজুল আবেদীন রিজভীর লাশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি: সিইসি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। ওই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এত দিন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তারপরও কিছু বিষয় আলোচনায় এসেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি জানিয়েছেন, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। এই সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।

আরও পড়ুনফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, একমত ইউনূস ও তারেক১৩ জুন ২০২৫

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুনপ্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক২৬ জুন ২০২৫

সম্পর্কিত নিবন্ধ