পটুয়াখালীতে বিএনপির সম্মেলনে বক্তব্য রাখবেন তারেক রহমান
Published: 1st, July 2025 GMT
দীর্ঘ ২৩ বছর পর আগামীকাল বুধবার (২ জুলাই) পটুয়াখালীতে অনুষ্ঠিত হতে চলেছে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। পৌর শহরের জিমনেসিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। পুরো শহর সাজানো হয়েছে নতুন সাজে। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রার্থীসহ বিভিন্ন পদের প্রার্থীরা ছুটছেন কাউন্সিলর ডেলিগেটদের দ্বারে দ্বারে। চলছে মিছিল, মিটিং ও সমাবেশ। প্রায় ১৫০০ কাউন্সিলর ডেলিগেট তাদের গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। সম্মেলন পরিচালনার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন।
সম্মেলনকে কেন্দ্র করে শীর্ষ তিনটি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এক ডজন প্রার্থীর নাম এখন নেতা-কর্মীদের মুখে। এর মধ্যে সভাপতি পদে যাদের নাম উঠেছে তারা হলেন বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া।
সাধারণ সম্পাদক পদে যারা আলোচনায় রয়েছেন তারা হলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি এ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সদস্য মো.
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদের আলোচনার শীর্ষে রয়েছেন জেলা বিএনপির সদস্য জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি ভিপি শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাকসুদ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ- প্রচার সম্পাদক মো. আসাদুল কবির শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন, সদস্য মাওলানা শাহ নেছারুল হক, সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার, সদস্য মো. দুলাল হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সঞ্চালনা করবেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রশিদ চুন্নু মিয়া বলেন, “১৫০০ কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা আশা করি দল আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে। এই সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি হবে আরও সুদৃঢ়। জেলার মানুষও চাইছে পরিবর্তনের হাওয়া বইতে থাকুক রাজনীতির ময়দানে।”
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সরকার বলেন, “সম্মেলনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে। আশা করছি ডেলিগেটরা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে।”
উল্লেখ্য, ২০০২ সালে জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে মেয়াদ উত্তীর্ন হওয়ায় কমিটি বিলুপ্ত করে ২০২০ সালের ২ নভেম্বর আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিস্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ঢাকা/ইমরান/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র সদস য সরক র ক ট ট র রহম ন সদস য ম দল র স
এছাড়াও পড়ুন:
শুভ জন্মাষ্টমী আজ
অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়।
সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। আজ শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি।
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার এক বাণীতে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন।
মুহাম্মদ ইউনূস বলেন, আবহমানকাল থেকে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল আটটায় দেশ-জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ, বেলা তিনটায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে।
পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, রাজধানীর পলাশীর মোড়ে আজ বেলা তিনটায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।