ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
Published: 2nd, July 2025 GMT
রাজধানীর চকবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোর্শেদ আলম তানিম (১৮)। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি আরমানিটোলার আহমেদ বাওয়ানী একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, গত সোমবার রাতে চকবাজারের মাক্কু শাহ মাজার এলাকায় মোর্শেদ আলম মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে মুঠোফোনটি নিতে পারেনি। তবে তারা পালিয়ে যায়।
মোর্শেদ আলমের বাবা ফিরোজ আলম বলেন, তাঁরা থাকেন আরমানিটোলা এলাকায়। ঘটনার দিন রাতে মোর্শেদ আলম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মাক্কু শাহ মাজার এলাকায় যান। বাসায় ফেরার পথে মুঠোফোনে কথা বলছিলেন মোর্শেদ আলম। এ সময় ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাতের পর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে বন্ধুরা তাঁকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই দিন রাতেই তাঁকে বাসায় নেওয়া হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হলে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ড ক ল কল জ ম র শ দ আলম
এছাড়াও পড়ুন:
মেসি ফিরলেন, গোল করলেন, দলও জেতালেন
পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্যবধান গড়ে দিয়েছেন লিওনেল মেসি।
চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা মেসি আজ ইন্টার মায়ামির হয়ে ফিরেই গোল করেছেন, গোল করিয়েছেনও। আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের ১১ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মেসিকে। এরপর খেলতে পারেননি লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে নামান দ্বিতীয়ার্ধে।
প্রথমার্ধের শেষ দিকে ৪৩তম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৫৯তম মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতা নিয়ে আসে গ্যালাক্সি। ড্রয়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় থাকা মায়ামি শেষ দিকে ৮৪তম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান মেসি। এবারের এমএলএসে এটি মেসির ১৯তম গোল।
এরপর ম্যাচের ৮৯তম মিনিটে মায়ামিকে তৃতীয় গোলেরও ব্যবস্থা করে দেন মেসি। তাঁর চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ।
এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি গেলে ৬ পয়েন্ট সামনে।
মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।