ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
Published: 2nd, July 2025 GMT
রাজধানীর চকবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোর্শেদ আলম তানিম (১৮)। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি আরমানিটোলার আহমেদ বাওয়ানী একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, গত সোমবার রাতে চকবাজারের মাক্কু শাহ মাজার এলাকায় মোর্শেদ আলম মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে মুঠোফোনটি নিতে পারেনি। তবে তারা পালিয়ে যায়।
মোর্শেদ আলমের বাবা ফিরোজ আলম বলেন, তাঁরা থাকেন আরমানিটোলা এলাকায়। ঘটনার দিন রাতে মোর্শেদ আলম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মাক্কু শাহ মাজার এলাকায় যান। বাসায় ফেরার পথে মুঠোফোনে কথা বলছিলেন মোর্শেদ আলম। এ সময় ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাতের পর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে বন্ধুরা তাঁকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই দিন রাতেই তাঁকে বাসায় নেওয়া হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হলে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ড ক ল কল জ ম র শ দ আলম
এছাড়াও পড়ুন:
৮ ম্যাচে ৮ জয়, ২২ গোল, কোনো গোল খায়নি—বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের অবিশ্বাস্য রেকর্ড
ম্যাচ ৮
জয় ৮
গোল ২২
বিপক্ষে গোল ০
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এমন নিখুঁত পরিসংখ্যান ইংল্যান্ডের।
ওয়েম্বলিতে গত ২১ মার্চ আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই শুরু করেছিল ইংল্যান্ড। টমাস টুখেলের ইংল্যান্ডের কোচ হিসেবে সেটা ছিল প্রথম ম্যাচ। ২৪০ দিন পর তিরানায় গতকাল রাতে সেই আলবেনিয়াকেই একই স্কোরলাইনে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের বিশ্বকাপ বাছাই শেষ করল টুখেলের দল। ইউরোপের প্রথম দল হিসেবে অক্টোবরেই বিশ্বকাপে খেলার টিকিট তো পেয়েছেই, বাছাইপর্বটা শেষ করার পথে দারুণ এক রেকর্ডও গড়েছে ‘থ্রি লায়ন্স’রা।
বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে অন্তত ছয় ম্যাচ খেলতে হয়েছে—হিসাবটি করা হয়েছে এই বিবেচনায়। তিরানায় আলবেনিয়ার জালে ২ গোল করা ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনও আন্তর্জাতিক ম্যাচে গোলের পরিসংখ্যানে পেছনে ফেলেছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তোকে। ইংল্যান্ডের হয়ে ১১২ ম্যাচে এ নিয়ে ৭৮ গোল হলো কেইনের। ব্রাজিলের হয়ে নাসিমেন্তোর গোলসংখ্যা ৯২ ম্যাচে ৭৭টি—ওহ ভদ্রলোকের আরেক নাম পেলে!
দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড স্ট্রাইকার কেইন গোল পেয়েছেন