সন্তানকে কেড়ে নিয়ে স্বামী তালাক দিয়েছিলেন। সন্তান হারানোর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর তাঁকে পাওয়া যায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায়। অনুপ্রবেশ সন্দেহে আটক করেন বিজিবির সদস্যরা। পরিচয় জানতে চাইলেও কিছু বলতে পারেন না। বিজিবি সোপর্দ করে পুলিশের কাছে। পুলিশেরও কোনো প্রশ্নের উত্তর দেননি। বাবার নাম, মায়ের নাম ও ঠিকানা—সবকিছুর স্থানেই লেখা হয় ‘অজ্ঞাত’।
দেড় মাস আগে ভারতীয় নাগরিক সন্দেহে অনুপ্রবেশের মামলায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষের চেষ্টায় তিনি কথা বলতে শুরু করেন। বলেন, ভারতে নয়; তাঁর বাড়ি নওগাঁয়। বলতে পারেন বাবার নাম-ঠিকানাও। ডাকা হয় বাবাকে। বাবা-মেয়ের কান্নায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর গতকাল বুধবার বিকেলে মুক্তি মেলে তাঁর।
আশা বানু জানান, স্বামীর সঙ্গে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁদের ১০ বছরের একটি ছেলে রয়েছে। ছেলেকে কেড়ে নিয়ে ২০২২ সালে স্বামী তাঁকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। শৈশবে মাকে হারিয়েছেন।মেয়েটির নাম আশা বানু (২৩)। বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান, মা ফরিদা বেগম। বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার হাকিমপুর গ্রামে। গত ১৬ মে রাত পৌনে আটটার দিকে রাজশাহীর গোদাগাড়ী গহোমাবোনা সীমান্তে পদ্মা নদীর ধারে তাঁকে পাওয়া যায়।
আশা বানুর কাছ থেকে কোনো প্রশ্নের উত্তর না পেয়ে পুলিশ ধারণা করে, তিনি ভারতীয় নাগরিক। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছেন। আচরণ দেখে মানসিক ভারসাম্যহীন কি না, তা যাচাই করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক ব্যবস্থাপত্রে লিখে দেয় ‘অ্যাপারেন্টলি হেলথি ফিজিক’ (দৃশ্যত স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই)।
চিকিৎসকের ব্যবস্থাপত্র পাওয়ার পর পুলিশ আশা বানুকে ভারতীয় গুপ্তচর সন্দেহে তাঁকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন বলে আদালতকে জানায়। আদালতের মাধ্যমে তাঁকে রাজশাহী নগরের দামকুড়া থানার মামলায় ১৭ মে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আইনি প্রক্রিয়ায় এই মামলা শেষ হবে। এ জন্য আশা বানুকে আদালতে হাজিরা দিতে হবে।সিনিয়র জেল সুপার শাহ আলম খানরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, কারাগারে আসার পর আশা যাতে কথা বলেন, তাঁরা আন্তরিকভাবে সেই চেষ্টা চালাতে থাকেন। একদিন তিনি কথা বলতে শুরু করেন। নাম-ঠিকানা জানান। দাম্পত্য জীবনে দুঃসহ স্মৃতির কথাও জানান তাঁদের।
আশা বানু জানান, স্বামীর সঙ্গে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁদের ১০ বছরের একটি ছেলে রয়েছে। ছেলেকে কেড়ে নিয়ে ২০২২ সালে স্বামী তাঁকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। শৈশবে মাকে হারিয়েছেন।
এ ঘটনা জানার পর কারা কর্তৃপক্ষ আশা বানুর বাড়িতে যোগাযোগ করে। নিয়ে আসা হয় তাঁর বাবাকে। তবে প্রথমেই তাঁদের সাক্ষাৎ না করিয়ে বাবার ছবি তুলে আশা বানুকে দেখানো হয়। বাবাকে চিনতে পারেন তিনি। এরপর আশাকে আরও কয়েকজন মেয়েসহ বাবার সামনে আনা হয়। বাবা তাঁদের ভেতরে থেকেই মেয়েকে শনাক্ত করেন।
হামি মনে করেছিনু ঢাকায় যামু। একটা চাকরি পাওয়া যায় কি না দেখমু। পরে কোথায় গেছুনু আর মনে করতে পারিনি।আশা বানুএরপর জেল সুপার ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করেন। মেয়েটিকে জামিন দেওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি। সব প্রক্রিয়া শেষ হলে গতকাল তাঁর বাবাকে আসতে খবর দেন। সকালেই বাবা কারাগারে চলে আসেন। তবে আদালতে গিয়ে দেখা যায়, আগের ম্যাজিস্ট্রেটের বদলি হয়েছে। তাঁর মাধ্যমে বর্তমান ম্যাজিস্ট্রেটকে ফোন করানো হয়। এরপর সব জামিন ও সব প্রক্রিয়া শেষে গতকাল বিকেলে আশা বানু কারামুক্ত হন।
সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, ‘আইনি প্রক্রিয়ায় এই মামলা শেষ হবে। এ জন্য আশা বানুকে আদালতে হাজিরা দিতে হবে।’
এর আগেও আশা বানু বাড়ি থেকে পালিয়েছিলেন বলে জানান আশা বানুর বাবা। বলেন, এবার হারানোর পর তিনি থানায় জিডি করেন। অনেক জায়গায় খুঁজেও মেয়েকে পাননি।
কেন বাড়ি থেকে একাই বের হন, জানতে চাইলে আশা বানু বলেন, ‘হামি মনে করেছিনু ঢাকায় যামু। একটা চাকরি পাওয়া যায় কি না দেখমু। পরে কোথায় গেছুনু আর মনে করতে পারিনি।’ বিজিবি বা পুলিশের প্রশ্নের উত্তর কেন দেননি জানতে চাইলে উত্তর আসে, ‘হামার কিচ্চু মনে আসেনি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রক র য়
এছাড়াও পড়ুন:
মা-ভাইয়ের সঙ্গে বিরোধে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা
কবিতা নিজের ছোট ছেলে রামদেবকে মেয়েদের জামা ও মাথায় ওড়না পরিয়ে দেন। দুই চোখে কাজলও দেন। নিজের গয়না দিয়ে ছেলেকে সাজিয়ে নেন। এরপর কবিতা নিজে, তাঁর স্বামী এবং রামদেব ও আরেক ছেলেসহ জলাধারে ঝাঁপ দেন। পরে তাঁদের চারজনকেই মৃত উদ্ধার করা হয়।
ভারতের রাজস্থানের বারমারে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ওই জলাধার থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। শিশু সন্তানদের নিয়ে কেন এ দম্পতি আত্মহত্যা করলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত চারজন হলেন শিবলাল মেঘওয়াল (৩৫), তাঁর স্ত্রী কবিতা (৩২), এবং তাঁদের দুই ছেলে বজরং (৯) ও রামদেব (৮)। জলাধারটি তাঁদের বাড়ি থেকে মাত্র ২০ মিটার দূরে অবস্থিত।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। খবর পেয়ে দম্পতির শ্বশুরবাড়ির সদস্যসহ অন্য আত্মীয়-স্বজন রাতেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। তাঁরা পরদিন সকালে ঘটনাস্থলে পৌঁছান। পরে বুধবার ভোরে তাঁদের উপস্থিতিতে জলাধার থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়।
ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) মানোরম গর্গ জানিয়েছেন, কয়েকবার ফোন করেও শিবলালের ছোট ভাই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপর শিবলালের পরিবারের খোঁজ নিতে এক প্রতিবেশীকে বাড়িতে পাঠান তিনি। কিন্তু বাড়িতে গিয়ে সাড়া না পেয়ে ওই প্রতিবেশী স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান।
পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটটি শিবলালের লেখা বলে ধারণা করা হচ্ছে। ২৯ জুন তারিখের ওই চিঠিতে তিনজনের নাম উল্লেখ করে তাঁদেরকে আত্মহত্যার জন্য দায়ী করা হয়েছে।
অভিযুক্তদের একজন শিবলালের ছোট ভাই। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরিবারের মধ্যে যৌথ মালিকানার জমি ও বসতবাড়ি নিয়ে বছরের পর বছর বিরোধ চলে আসছিল। চিরকুটে অনুরোধ করা হয়েছে, পরিবারের চার সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়া যেন বাড়ির সামনেই সম্পন্ন করা হয়।
কবিতার চাচা জানিয়েছেন, শিবলাল প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের আওতায় সরকারি সহায়তায় একটি আলাদা ঘর নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু চিরকুটে অভিযোগ করা হয়েছে, এতে তাঁর মা ও ছোট ভাই আপত্তি জানান এবং বাধা দেন। চিরকুটে অভিযুক্ত হিসেবে তাদের দুজনেরই নাম রয়েছে।
কবিতার চাচা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘শিবলাল প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের আওতায় পাওয়া অর্থ দিয়ে একটি আলাদা ঘর বানাতে চেয়েছিলেন। কিন্তু তাঁর মা ও ভাই তাতে বাধা দেন। দীর্ঘদিনের এই হয়রানি তাঁকে ২৯ জুন আত্মহত্যার চিরকুট লিখতে বাধ্য করে।’
কবিতার চাচা আরও জানান, ঘটনার দিন বাড়িতে পরিবারের বাকি সদস্যরা ছিলেন না। শিবলালের মা তাঁর ভাইকে দেখতে বারমারে আর বাবা গিয়েছিলেন একটি ধর্মীয় অনুষ্ঠানে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে শিবলাল ও কবিতা দৃশ্যত মোবাইল ফোন বন্ধ করে রাখেন এবং আত্মহত্যা করেন।