মুঠোফোন ও নকল নিয়ে পরীক্ষা, বারহাট্টায় ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার
Published: 3rd, July 2025 GMT
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মুঠোফোন ও নকল নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই শিক্ষার্থীদের পরীক্ষার হলে দায়িত্বরত ছয়জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ (সিকেপি) সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। বহিষ্কৃত ১০ জন শিক্ষার্থী বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী। তাঁরা চলতি বছর আর পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
পরীক্ষাকেন্দ্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিকেপি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ৯ জন শিক্ষার্থী হলে মুঠোফোন নিয়ে এসেছিলেন। তাঁরা মুঠোফোন দেখে নকল করছিলেন। অন্যদিকে আরেকজন শিক্ষার্থী হাতে লেখা নকল নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
এ বিষয়ে কেন্দ্র সচিব বারহাট্টা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদের মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়। তবে ইউএনও মো. খবিরুল আহসান বলেন, নকল করার অপরাধে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ৯ জনের মুঠোফোন জব্দ করা হয়। পরীক্ষার হলে দায়িত্ব পালন করা ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীরা এ বছর আর পরীক্ষা দিতে পারবেন না।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জন শ ক ষ র থ পর ক ষ র থ ব রহ ট ট র পর ক ষ সরক র ১০ জন
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন।
রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।
আরো পড়ুন:
বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন
ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে
আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ/মাসুদ