তিনি গানে গানে কেবল যৌনতা উসকে দেন, মঞ্চেও নির্ভর করেন আবেদনময়ী পারফরম্যান্সের ওপর—এই সময়ের আলোচিত তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টারের বিরুদ্ধে প্রায়ই এমন অভিযোগ শোনা যায়। কিছুদিন আগে এই অভিযোগের কড়া জবাব দিয়েছিলেন ২৬ বছর বয়সী মার্কিন গায়িকা। তবে এবার নিজেকে যেন একটু সংযত করলেন তিনি। গত শনিবার রাতে লন্ডনের হাইড পার্কে বিটিএস উৎসবে ৬৫ হাজার দর্শকের সামনে সাবরিনা যখন মঞ্চে উঠলেন, তখন তাঁর চিরচেনা মিষ্টি সুর ঠিকই শোনা গেল—তবে এবার রং একটু কম ছিল। এদিন তিনি নিজেই খানিকটা সংযত ছিলেন। গোটা পরিবেশনা ছিল পরিবারবান্ধব।

‘জুনো’ গানে আগের মতো খোলামেলা পরিবেশনার বদলে, এবার তিনি মঞ্চে ছিলেন অনেকটাই শান্ত। তবু তাঁর পারফরম্যান্সে কোনো ঘাটতি ছিল না। ১৭টি গানের তালিকায় হিট সব ট্র্যাক, তার হাস্যোজ্জ্বল মুখ আর প্রাণবন্ত চুলে নেচে-গেয়ে মঞ্চ মাতিয়ে রাখলেন। সাবরিনার গান মূলত এই প্রজন্মের তরুণীদের জন্য। কখনো বিচ্ছেদের রাগ, কখনো প্রেমিককে নিয়ে অস্বস্তি উঠে আসে তাঁর গানে। ড্যান্স নাম্বার থেকে গিটারে ভর করে একক পরিবেশনায় সাবরিনা যেভাবে মঞ্চ মাতিয়ে রাখেন, তাঁর ভক্ত না হয়ে উপায় কী!

সাবরিনা কার্পেন্টার। ছবি: রয়টার্স.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বর ন

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা