বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মনমতো চিকিৎসা পাননি বিএনপির এক নেতা। এ জন্য নাজেহাল করেন চিকিৎসককে। এ ঘটনার প্রতিবাদ করেন এক নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে চড়থাপ্পড়ও মারেন ওই নেতা। এ ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূ বীথি আক্তার।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান বদিউজ্জামান মিন্টু। তিনি মেডিকেল অফিসার প্লাবন হালদারকে বলেন, তিন দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পা কেটে গেছে। এ সময় চিকিৎসক প্লাবন তাঁকে টিটেনাস ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। পরামর্শ পছন্দ না হওয়ায় মিন্টু ব্যবস্থাপত্রটি ছিঁড়ে চিকিৎসকের টেবিলে ছুড়ে বের হচ্ছিলেন। এ সময় প্লাবন হালদার স্বগতোক্তির স্বরে বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে!’ এ কথা শুনে মিন্টু তাঁর দিকে তেড়ে আসেন। প্লাবন সরে গেলে তাঁকে গালাগাল করেন মিন্টু। এ সময় সামনে থাকা বীথি আক্তার প্রতিবাদ করলে তাঁকে কয়েকটি থাপ্পড় দেন এই বিএনপি নেতা।

বীথি আক্তারের বাড়ি হাসপাতালের কাছেই। তিনি বলেন, “বড় বোন ও মায়ের চিকিৎসার বিষয়ে পরামর্শ নিতে জরুরি বিভাগে গিয়েছিলাম। বিএনপি নেতা মিন্টুকে চিনতাম না। তাঁর অশ্লীল গালাগাল ও আচরণ দেখে আমি শুধু বলেছি, ‘একজন ডাক্তারের সঙ্গে এমন আচরণ করা ঠিক না, ভাইয়া।’ এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার ওপর হামলা চালান।”

এ ঘটনার বিচার চেয়ে শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বীথি। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো.

ইউনুস মিয়া। তিনি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

এদিকে চিকিৎসককে হেনস্তার ঘটনায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল প ল বন ব এনপ উপজ ল

এছাড়াও পড়ুন:

‘নির্বাচনের আগে বিচার-সংস্কার আর শুনতে চায় না বিএনপি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন—এ কথা এখন আর বিএনপি শুনতে চায় না।”

শনিবার (১২ জুলাই) সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, “বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে নির্বাচন আয়োজনের মাধ্যমে।”

তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই—জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির এই কেন্দ্রীয় নেতা বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের আচরণে গণতন্ত্র ও সংযমের ছাপ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সঞ্চালনা করেন সদস্য সচিব মামুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। 

অনুষ্ঠানে পুরনো সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. আব্দুল মঈন খান।

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • হাসিনার গুম-খুন ভুলিয়ে দেওয়ার মতো নৃশংস আচরণ করবেন না: মজিবুর রহমান
  • হাসিনার গুম-খুন ভুলিয়ে দেওয়ার মতো নৃশংস আচরণ করবেন না: মঞ্জু
  • ‘নির্বাচনের আগে বিচার-সংস্কার আর শুনতে চায় না বিএনপি’
  • চিকিৎসককে হেনস্তা, নারীকে চড়থাপ্পড় বিএনপি নেতার 
  • বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে উপদেষ্টা পরিষদের অনুমোদন