বিএনপি নেতার চড় খেয়ে লিখিত অভিযোগ নারীর
Published: 13th, July 2025 GMT
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মনমতো চিকিৎসা পাননি বিএনপির এক নেতা। এ জন্য নাজেহাল করেন চিকিৎসককে। এ ঘটনার প্রতিবাদ করেন এক নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে চড়থাপ্পড়ও মারেন ওই নেতা। এ ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূ বীথি আক্তার।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান বদিউজ্জামান মিন্টু। তিনি মেডিকেল অফিসার প্লাবন হালদারকে বলেন, তিন দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পা কেটে গেছে। এ সময় চিকিৎসক প্লাবন তাঁকে টিটেনাস ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। পরামর্শ পছন্দ না হওয়ায় মিন্টু ব্যবস্থাপত্রটি ছিঁড়ে চিকিৎসকের টেবিলে ছুড়ে বের হচ্ছিলেন। এ সময় প্লাবন হালদার স্বগতোক্তির স্বরে বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে!’ এ কথা শুনে মিন্টু তাঁর দিকে তেড়ে আসেন। প্লাবন সরে গেলে তাঁকে গালাগাল করেন মিন্টু। এ সময় সামনে থাকা বীথি আক্তার প্রতিবাদ করলে তাঁকে কয়েকটি থাপ্পড় দেন এই বিএনপি নেতা।
বীথি আক্তারের বাড়ি হাসপাতালের কাছেই। তিনি বলেন, “বড় বোন ও মায়ের চিকিৎসার বিষয়ে পরামর্শ নিতে জরুরি বিভাগে গিয়েছিলাম। বিএনপি নেতা মিন্টুকে চিনতাম না। তাঁর অশ্লীল গালাগাল ও আচরণ দেখে আমি শুধু বলেছি, ‘একজন ডাক্তারের সঙ্গে এমন আচরণ করা ঠিক না, ভাইয়া।’ এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার ওপর হামলা চালান।”
এ ঘটনার বিচার চেয়ে শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বীথি। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো.
এদিকে চিকিৎসককে হেনস্তার ঘটনায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল প ল বন ব এনপ উপজ ল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার তিন দিন পর হেনস্তাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার নাজিম উদ্দিন (৪৫) ওই বাসের কন্ডাক্টর ও চালকের সহকারী বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসে এক তরুণী তাঁর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করছেন। বাসে ওঠার পর সামনের আসনে বসা ওই ব্যক্তি তাঁর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং প্রশ্ন করেন, ‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’ পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন। ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও প্রতিরোধ করেন।
ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ ঘটনাটিতে উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
নাজিম উদ্দিনকে আটক করার সঙ্গে যুক্ত র্যাব-৪–এর মেজর আবরার ফয়সাল সাদী প্রথম আলোকে বলেন, তরুণীকে কটূক্তি ও হেনস্তা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হেনস্তকারী ব্যক্তিকে আটক করতে র্যাব-৪–এর একটি দল অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যায় নাজিম উদ্দিনকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে আজ শুক্রবার সকালে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাজিম উদ্দিন ধানমন্ডি ১৫ থকে মোহাম্মদপুরের বছিলায় চলাচলরত রমজান পরিবহনের কন্ডাক্টর। ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জের ধরে তাঁদের দুজনের মধ্যে মারামারি হয়। ছাত্রীটি মোহাম্মদপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।
আজ সন্ধ্যায় পাঠানো র্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি রমজান পরিবহনের একটি বাস ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিল। বাসটি বছিলার মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছালে চালকের সহকারী মো. নিজাম উদ্দিন বাসটির যাত্রী বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর দিকে তাকিয়ে তাঁর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ওই তরুণী প্রতিবাদ করায় নাজিম উদ্দিন তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং তাঁকে চড় মারেন। একপর্যায়ে তরুণীও আত্মরক্ষার্থে নিজের পায়ের জুতা খুলে অভিযুক্ত নাজিম উদ্দিনকে আঘাত করেন।