শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নের ফরম বিক্রি হয়েছে। দীর্ঘ সাত বছর পর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। 

নির্বাচনের তফসিল মোতাবেক ২৩ জুলাই বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

এসময় তিনটি গ্রুপে ১৯ পরিচালক পদের বিপরীতে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে ট্রেড গ্রুপে দুই পরিচালক পদের বিপরীতে পাঁচজন, সাধারণ গ্রুপে ১২ পরিচালকের বিপরীতে ৪৯ জন ও সহযোগী সদস্যের পাঁচ পরিচালকের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আগামী ৪ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২২ আগস্ট শেরপুর আফসার আলী বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে। এদিন ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে এক হাজার ৩৪৯ জন ও সহযোগী গ্রুপে ৮৭৫ জন ভোটার ভোট প্রদান করবেন।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে শেরপুরের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুব আলম রকিব, সদস্য হিসেবে থাকবেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম.

কে মুরাদুজ্জামান ও সহকারী অধ্যাপক মুশফিকুজ্জামান শেলিম।

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আরিফ হোসেন বলেন, “এবার চেম্বারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সদস্যপদ নবায়ন করেছেন। উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমিও একজন প্রার্থী। আশা করি ভোটাররা তাদের পছন্দ মতো যোগ্যদের নির্বাচিত করবেন।”

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব বলেন, “গত ১ জুন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ট্রেড, সাধারণ ও সহযোগী এই তিনটি গ্রুপের পৃথক খসড়া ও পরে ১০ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৩ জুলাই মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এবং ২৪ জুলাই তা গ্রহণ করা হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ করব।”

ঢাকা/তারিকুল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ব পর ত সদস য

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ