কুয়েতে বসে সিসিটিভিতে দেখলেন বাড়িতে ডাকাতির চেষ্টা, যেভাবে ডাকাত তাড়ালেন প্রবাসী যুবক
Published: 24th, July 2025 GMT
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রাম। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই গ্রামেরই কামাল পাটোয়ারির বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দেয়। কামাল পাটোয়ারির ছেলে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে থাকেন। সেখানে বসেই তিনি মুঠোফোনে সিসিটিভিতে দেখতে পান, বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে ডাকাতের দল। সঙ্গে সঙ্গে বিষয়টি প্রতিবেশীদের জানান তিনি। প্রতিবেশী ও আশপাশের মানুষের চিৎকারে চারদিক থেকে লোকজন জড়ো হয়ে যায়। আর এসব দেখে পালিয়ে যায় ডাকাত দল।
সম্প্রতি নোয়াখালীর বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গতকাল রাতে কেবল সেনবাগের কাবিলপুর ইউনিয়নেরই দুটি গ্রামের তিনটি বাড়িতে ডাকাতেরা হানা দেয়। দুটি বাড়িতে সফলভাবে লুটপাট করতে পারলেও সিসিটিভির কারণে কামাল পাটোয়ারির বাড়িতে ঢুকতে পারেনি ডাকাত দল।
কাবিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, কয়েক মাস আগে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন কামাল পাটোয়ারি। গতকাল রাতে যখন ডাকাতেরা বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করছিল, তখন ওয়াই–ফাই ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে বিদেশে থাকা কামাল পাটোয়ারির ছেলে আবদুল হাই মুঠোফোন সেটে পুরো ঘটনাই দেখতে পান। তখন তিনি তাৎক্ষণিকভাবে তাঁদের ফোন করে বিষয়টি জানান। এরপর বাড়ির লোকজন ও প্রতিবেশীরা অনেকেই ডাকাত, ডাকাত বলে চিৎকার করলে ডাকাতেরা পালিয়ে যায়।
এর আগে গতকাল দিবাগত রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর ও কাবিলপুর গ্রামে দুটি ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতেরা দুই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, সোনার গয়নাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনবাগ থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত একটার দিকে ৮-১০ জন মুখোশ পরা ডাকাত কাবিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজুল হকের মইজদীপুর গ্রামের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির বসতঘরের দরজা ভেঙে ভেতরে থাকা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি সোনার গয়না লুট করে নিয়ে যায়। এরপর ডাকাতেরা সিরাজুলের বড় ভাই আবদুল খালেকের তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মালামাল তছনছ করে। তবে সেখান থেকে কিছু লুট হয়েছে কি না, তা জানা যায়নি।
এ ঘটনার পর রাত আনুমানিক দেড়টার দিকে দিকে একই ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের তফাদার বাড়ির বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হুমায়ুন কবিরের নতুন বাড়িতে হানা দেয়। তারা বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে আনুমানিক ১০ ভরি সোনার গয়না, নগদ ১ লাখ ২১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ইমরান খান, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ তিনটি বাড়ি পরিদর্শন করেছে। ওসি এস এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে ডাকাতির সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাহিমা চৌধুরী-সঞ্জয় মিশ্রা বিয়ে করেছেন?
একটি বাড়ি থেকে বেরিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্রা ও অভিনেত্রী মাহিমা চৌধুরী। লাল রঙের শাড়িতে বধূ সেজেছেন ৫২ বছর বয়েসি মাহিমা চৌধুরী। আর ক্রিম কালারের কুর্তা-কোট পরেছেন ৬২ বছরের সঞ্জয়। হাঁটতে হাঁটতে তাদের খুনসুটি করতেও দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।
খুব দ্রুত সময়ের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। এ ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “৫২ বছর বয়সে মাহিমা চৌধুরী বিয়ে করলেন সঞ্জয় মিশ্রাকে। এরপর তাদের বিয়ের গুঞ্জন দ্রুত ছড়াতে থাকে। এমন খবরে বিস্ময় প্রকাশ করেন নেটিজেনরা। অনেকে আবার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
আরো পড়ুন:
অভিনেতা সুধীর দালভি গুরুতর অসুস্থ, অর্থ সংকটে পরিবার
৯ দিনে রাশমিকার সিনেমার আয় কত?
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মাহিমা চৌধুরী ও সঞ্জয় মিশ্রার বিয়ের খবরটি সত্য নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের পরবর্তী ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ সিনেমার প্রচারণার অংশ।
রোমান্টিক-কমেডি ঘরানার ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ সিনেমা নির্মাণ করেছেন সিদ্ধান্ত রাজ। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় মিশ্রা। ববিতা চরিত্রে দেখা যাবে মাহিমা চৌধুরীকে। তাছাড়াও অভিনয় করেছেন—শ্রীকান্ত ভার্মা, পলক লালওয়ানি, নবনী প্রমুখ।
বাস্তব জীবনে মাহিমা ও সঞ্জয় মিশ্রার জীবনের পথ আলাদা। ব্যক্তিগত জীবনে মাহিমা বিয়ে করেছেন আর্কিটেক্ট ববি মুখার্জিকে। ২০০৬ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের আরিয়ানা নামে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৩ সালে ভেঙে গেছে মাহিমা-ববির সংসার। এরপর কন্যাকে নিয়ে জীবনযাপন করছেন এই অভিনেত্রী।
অন্যদিকে, ২০০৯ সালে কিরণ মিশ্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ অভিনেত্রী সঞ্জয় মিশ্রা। এই সুখী দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে পাল এবং লমহা নামে দুই সন্তান।
ঢাকা/শান্ত