মৌলিক সংস্কার দ্রুত শেষ করে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের। এ সময় আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যা ও অপকর্মের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর ঝগড়া-বিবাদ জনমনে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয়-শঙ্কা সৃষ্টি হয়েছে। ‘মবের’ ঘটনা সরকার ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজনৈতিক দলগুলোর উসকানিমূলক বক্তব্য ও অশালীন ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতিতে পুরোনো ধারার প্রতিচ্ছবি বয়ে বেড়াচ্ছে।

সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি দাবি করে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত রাখলেও মৌলিক সংস্কার বিষয়ে দলগুলো একে অপরের বিরুদ্ধে বিষোদ্‌গারে লিপ্ত রয়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে যেকোনো সময় রাজনৈতিক পরিস্থিতির অবনতি হতে পারে।

পতিত স্বৈরাচারী শক্তির পুনরুত্থান ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আহমদ আবদুল কাদের। তিনি জানান, ইসলামী দল ও মতাদর্শগুলোর ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনের বিপরীতে একজন প্রার্থী দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে আগস্টের মধ্যে ৩০০ আসনে পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণা করার কথা বলেন তিনি।

খেলাফতে মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সিরাজুল হক, সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক ও আবদুল হামিদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, মোস্তাফিজুর রহমান ফয়সল, আবদুল জলিল, এ এ তাওসিফ প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক মজল স র আবদ ল

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১