দেশের বাজারে এআই প্রযুক্তির নতুন স্যামসাং টেলিভিশন
Published: 30th, July 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিভিন্ন কাজ সহজ করার পাশাপাশি বিনোদনেও নতুন মাত্রা নিয়ে এসেছে। আর তাই ব্যবহারকারীদের স্বচ্ছন্দে টেলিভিশনে সিনেমা, ওটিটি বা লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি গেম খেলার সুযোগ দিতে ভিশন এআই প্রযুক্তিনির্ভর ছয়টি মডেলের টেলিভিশন বাজারে এনেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে টেলিভিশনগুলো প্রদর্শনের পাশাপাশি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার (রিটেইল ও স্ট্র্যাটেজি) রাজীব দাশ গুপ্ত বলেন, ‘এআইয়ের মতো প্রযুক্তি টেলিভিশন দেখা ও গেমিংয়ে দারুণ পরিবর্তন আনছে। যাঁরা প্রযুক্তি ও নকশাকে গুরুত্ব দেন, তাঁদের জন্য স্যামসাং ২০২৫ সিরিজের আওতায় বেশ কিছু নতুন মডেল বাজারে এনেছে। এসব টেলিভিশন দর্শকদের দেখার অভিজ্ঞতাকে বদলে দেবে। ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ও প্ল্যানিং) মো.
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সিরিজের আওতায় নিও কিউএলইডি ৮কে, ওএলইডি, কিউএলইডি, ক্রিস্টাল ইউএইচডি, এফএইচডি মডেল ও এইচডি মডেলের টেলিভিশন বাজারে আনা হয়েছে। মডেলভেদে ৩২ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্দার টেলিভিশনগুলোতে এআই আপস্কেলিং প্রো, এআই পিকচার, ডলবি অ্যাটমসের এআই সাউন্ড প্রযুক্তির অ্যাডাপ্টিভ সাউন্ড প্রো প্রযুক্তি রয়েছে। শুধু তা–ই নয়, এআই এনার্জি মোড থাকায় সাধারণ টেলিভিশনের চেয়ে ৩০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে টেলিভিশনগুলো।
স্যামসাংয়ের তথ্যমতে, নতুন মডেলের টেলিভিশনগুলোতে জেনারেটিভ ওয়ালপেপার, পেট অ্যান্ড ফ্যামিলি কেয়ার ও ইউনিভার্সাল জেসচার সুবিধার পাশাপাশি টাইজেন ইউআই ব্যবহার করা হয়েছে। ফলে টেলিভিশনগুলোর অপারেটিং সিস্টেম সাত বছর পর্যন্ত হালনাগাদের সুযোগ মিলবে। প্রতিটি টেলিভিশনেই রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের বিভিন্ন শোরুমে পাওয়া যাবে টেলিভিশনগুলো।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট ল ভ শনগ ল এআই প
এছাড়াও পড়ুন:
ই-জেনারেশনের ২.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.২২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন:
৭ কোটি টাকা সংগ্রহে লিও আইসিটি ক্যাবলসের কিউআইও’র আবেদন
বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবির প্রতিনিধিদলের সাক্ষাৎ
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৪ টাকা।
এদিকে, আলোচ্য বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.২০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২.৮০ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৩৮ টাকা। এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/এসবি