দেশের বাজারে এআই প্রযুক্তির নতুন স্যামসাং টেলিভিশন
Published: 30th, July 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিভিন্ন কাজ সহজ করার পাশাপাশি বিনোদনেও নতুন মাত্রা নিয়ে এসেছে। আর তাই ব্যবহারকারীদের স্বচ্ছন্দে টেলিভিশনে সিনেমা, ওটিটি বা লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি গেম খেলার সুযোগ দিতে ভিশন এআই প্রযুক্তিনির্ভর ছয়টি মডেলের টেলিভিশন বাজারে এনেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে টেলিভিশনগুলো প্রদর্শনের পাশাপাশি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার (রিটেইল ও স্ট্র্যাটেজি) রাজীব দাশ গুপ্ত বলেন, ‘এআইয়ের মতো প্রযুক্তি টেলিভিশন দেখা ও গেমিংয়ে দারুণ পরিবর্তন আনছে। যাঁরা প্রযুক্তি ও নকশাকে গুরুত্ব দেন, তাঁদের জন্য স্যামসাং ২০২৫ সিরিজের আওতায় বেশ কিছু নতুন মডেল বাজারে এনেছে। এসব টেলিভিশন দর্শকদের দেখার অভিজ্ঞতাকে বদলে দেবে। ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ও প্ল্যানিং) মো.
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সিরিজের আওতায় নিও কিউএলইডি ৮কে, ওএলইডি, কিউএলইডি, ক্রিস্টাল ইউএইচডি, এফএইচডি মডেল ও এইচডি মডেলের টেলিভিশন বাজারে আনা হয়েছে। মডেলভেদে ৩২ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্দার টেলিভিশনগুলোতে এআই আপস্কেলিং প্রো, এআই পিকচার, ডলবি অ্যাটমসের এআই সাউন্ড প্রযুক্তির অ্যাডাপ্টিভ সাউন্ড প্রো প্রযুক্তি রয়েছে। শুধু তা–ই নয়, এআই এনার্জি মোড থাকায় সাধারণ টেলিভিশনের চেয়ে ৩০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে টেলিভিশনগুলো।
স্যামসাংয়ের তথ্যমতে, নতুন মডেলের টেলিভিশনগুলোতে জেনারেটিভ ওয়ালপেপার, পেট অ্যান্ড ফ্যামিলি কেয়ার ও ইউনিভার্সাল জেসচার সুবিধার পাশাপাশি টাইজেন ইউআই ব্যবহার করা হয়েছে। ফলে টেলিভিশনগুলোর অপারেটিং সিস্টেম সাত বছর পর্যন্ত হালনাগাদের সুযোগ মিলবে। প্রতিটি টেলিভিশনেই রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের বিভিন্ন শোরুমে পাওয়া যাবে টেলিভিশনগুলো।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট ল ভ শনগ ল এআই প
এছাড়াও পড়ুন:
রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে ‘অবাক করে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের ‘আগ্রহের যেকোনো বিষয়’ দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন।
রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাপাদ–২০২৫’। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এ মহড়া শুরু করা হলো, যখন দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ন্যাটোর দুই সদস্যদেশ—তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপাদ–২০২৫ মহড়ার আরেকটি সকাল এভাবে শুরু হবে, তা কে–ই বা ভেবেছিল?’
বিদেশি কর্মকর্তাদের মহড়ায় উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। বেলারুশে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান তাঁরা। এ সময় মার্কিন কর্মকর্তাদের খ্রেনিন বলেন, ‘আপনাদের আগ্রহের সবকিছু দেখাব আমরা। আপনারা যা চান।’
মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তা