বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ, সিজিপিএ ২.৫০ হলেই ভর্তি
Published: 2nd, August 2025 GMT
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধীন স্প্রিং-২০২৫ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
এমবিএ প্রধান বিষয়হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফিন্যান্স ও ব্যাংকিং।
ভর্তির ন্যূনতম যোগ্যতা১. ব্যাচেলর ডিগ্রি যেকোনো ডিসিপ্লিনে।
২.
১. এক বছরের জন্য চার বছরের বিবিএ গ্র্যাজুয়েট, সিজিপিএ ২.৫০।
২. দুই বছরের জন্য অন্যান্য গ্র্যাজুয়েট।
৩. ভর্তির জন্য ভিজিট করুন:https://www.bou.ac.bd/resource/from
ক্যাম্পাসের ঠিকানা১. ঢাকা ক্যাম্পাস: রুম নম্বর ৫০৪, পঞ্চম তলা, বাউবি ঢাকা রিজিনাল অফিস, গব. ল্যাবরেটরি স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা।
২. গাজীপুর ক্যাম্পাস: রুম নম্বর ২৭০, স্কুল অব বিজনেস, বোর্ড বাজার, গাজীপুর।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫ভর্তিসংক্রান্ত তথ্য১. আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।
২. আবেদন ফি: এক হাজার টাকা।
৩. নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ: ২৪ আগস্ট ২০২৫।
৪. মৌখিক পরীক্ষা: গাজীপুর ক্যাম্পাস, ২২ আগস্ট ২০২৫, সকাল ৯টায়।
ঢাকা ক্যাম্পাস, ২২ আগস্ট ২০২৫, বিকেল চারটায়।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আগস ট ২০২৫
এছাড়াও পড়ুন:
এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।
এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স
আরো পড়ুন:
সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?
রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
তথ্যসূত্র: ভ্যারাইটি
ঢাকা/শান্ত