গম্ভীরকে হাসিয়েই ছাড়লেন আকাশ দীপ
Published: 2nd, August 2025 GMT
গৌতম গম্ভীরও হাসছেন! এমন দৃশ্যও ওভালে দেখা গেল। গোমড়া মুখ করে থাকা গম্ভীর এমনি এমনি তো হাসেননি! ওভাল টেস্টের তৃতীয় দিনে হাসির উপলক্ষ এনে দিয়েছেন নাইটওয়াচম্যান আকাশ দীপ।
কাল দ্বিতীয় দিনের শেষ ওভারে নাইটওয়্যাচম্যান হিসেবে নেমেছিলেন আকাশদীপ। সেই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়েছেন এই পেসার। তাঁর ৬৬ রানের ইনিংসে ওভাল টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরিই ভারতের। তুলেছে ১১৪ রান, হারিয়েছে মাত্র ১ উইকেট। ভারতের লিড এখন ১৬৬ রানের।
২ উইকেটে ৭৫ রান নিয়ে দিন শুরু করা ভারতের রান এখন ৩ উইকেটে ১৮৯। ৬৬ রানে আকাশদীপ আউট হলেও ৮৫ রানে অপরাজিত আছেন যশস্বী জয়সোয়াল। ৫১ রান নিয়ে দিন শুরু করেছিলেন এই ওপেনার।
৮৫ রানে অপরাজিত জয়সোয়াল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গম্ভীরকে হাসিয়েই ছাড়লেন আকাশ দীপ
গৌতম গম্ভীরও হাসছেন! এমন দৃশ্যও ওভালে দেখা গেল। গোমড়া মুখ করে থাকা গম্ভীর এমনি এমনি তো হাসেননি! ওভাল টেস্টের তৃতীয় দিনে হাসির উপলক্ষ এনে দিয়েছেন নাইটওয়াচম্যান আকাশ দীপ।
কাল দ্বিতীয় দিনের শেষ ওভারে নাইটওয়্যাচম্যান হিসেবে নেমেছিলেন আকাশদীপ। সেই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়েছেন এই পেসার। তাঁর ৬৬ রানের ইনিংসে ওভাল টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরিই ভারতের। তুলেছে ১১৪ রান, হারিয়েছে মাত্র ১ উইকেট। ভারতের লিড এখন ১৬৬ রানের।
২ উইকেটে ৭৫ রান নিয়ে দিন শুরু করা ভারতের রান এখন ৩ উইকেটে ১৮৯। ৬৬ রানে আকাশদীপ আউট হলেও ৮৫ রানে অপরাজিত আছেন যশস্বী জয়সোয়াল। ৫১ রান নিয়ে দিন শুরু করেছিলেন এই ওপেনার।
৮৫ রানে অপরাজিত জয়সোয়াল