সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই–সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়–সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা–২০২৫’–এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাইকরণ ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

১.

বিষয় বা কার্যক্রম

বিদ্যালয় থেকে অনলাইনে IPEMIS সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) সম্পন্ন করা এবং সঠিকতা যাচাই করে এইউপিইও বা এটিপিইওর আইডিতে পাঠাতে হবে।

#কাজের নির্ধারিত সময়: ৪ থেকে ১৪ আগস্ট ২০২৫।

#দায়িত্ব পাওয়া ব্যক্তির নাম: সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

২. বিষয় বা কার্যক্রম

এন্ট্রি করা পরীক্ষার্থীর তথ্য (ডিআর) যাচাই করে প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত প্রদান এবং বিদ্যালয় কর্তৃক পরিমার্জন করা তথ্যের সঠিকতা যাচাই করে অনুমোদনের জন্য এইউপিইও বা এটিপিইওর আইডিতে পাঠাতে হবে।

# কাজের নির্ধারিত সময়: ৪ থেকে ২০ আগস্ট ২০২৫।

# দায়িত্ব পাওয়া ব্যক্তির নাম: এইউপিইও বা এটিপিইও।

আরও পড়ুনফিনল্যান্ড কীভাবে গড়েছে বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা, সাফল্যের ৬ কারণ৯ ঘণ্টা আগে

৩. বিষয় বা কার্যক্রম

এইউপিইও বা এটিপিইও কর্তৃক পাঠানো পরীক্ষার্থীর তথ্যের (ডিআর) সঠিকতা যাচাই করে অনুমোদন এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত পাঠানো ও বিদ্যালয় কর্তৃক পরিমার্জন করা তথ্যের সঠিকতা যাচাই করে অনুমোদন করতে হবে।

# কাজের নির্ধারিত সময়: ৪ থেকে ২৬ আগস্ট ২০২৫।

# দায়িত্ব পাওয়া ব্যক্তির নাম: এইউপিইও বা এটিপিইও।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরিবর্তে উচ্চশিক্ষায় ভারতীয়রা কেন ঝুঁকছেন বাংলাদেশ–সিঙ্গাপুর–উজবেকিস্তান–রাশিয়ার দিকে০২ আগস্ট ২০২৫জেনে নিন দরকারি তথ্য

১. পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি, যাচাই ও অনুমোদনসংক্রান্ত নির্দেশিকাটি IPEMIS সফটওয়্যার থেকে ডাউনলোড করে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২. এমতাবস্থায় IPEMIS সফটওয়্যারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) যাচাই ও অনুমোদন কার্যক্রম উল্লিখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.dpe.gov.bd

আরও পড়ুনখুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ১ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আগস ট ২০২৫ য চ ই কর র আইড ত র জন য এন ট র

এছাড়াও পড়ুন:

ধ্রুব’র লেখক সম্মাননা পাচ্ছেন পান্না,কাশেম ও ইউসূফী 

সাহিত্যের ছোট কাগজ ধ্রুব’র অক্টোবর ২০২৫ সংখ্যায় সেরা লেখক নির্বাচিত হয়েছেন বাংলাদশের তিন গুণী লেখক। সম্প্রতি জুড়িবোর্ডের বিবেচনায় তিন এই গুণী লেখক স্ব স্ব লেখায় কৃতিত্বের সাক্ষর রেখে উক্ত পুরস্কারে ভূষিত হন।

এরা হচ্ছেন দেশখ্যাতিমান ছড়া সাহিত্যিক ও গীতিকার গোলাম নবী পান্না,ছড়া সাহিত্যিক ও গবেষক চঞ্চল মেহমুদ কাশেম এবং কবি ও পূঁথিসম্রাট জালাল খান ইউসূফী। আগামী নভেম্বরের শেষের দিকে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেয়া হবে।

প্রসঙ্গতঃ ১৯ অক্টোবর ধ্রুব’র সম্পাদক বরেণ্য ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উপলক্ষ্যে ধ্রুব’র অক্টোবর ২০২৫ সংখ্যাটি তাকে নিবেদিত করা হলে লেখকদের জন্য পুরস্কার ঘোষণা দেয়া হয়।

সেই সুবাদে বাংলাদেশ ও দেশের বাইয়ের লেখকরা তাকে নিয়ে লেখা জমা দেন। তাদের প্রেরিত লেখা বিচার বিশ্লেষনের মাধ্যমে গোলাম নবী পান্না,চঞ্চল মেহমুদ কাশেম ও জালাল খান ইউসূফীর লেখা যথাক্রমে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • সিটা প্রকল্প যথাযথ পরিমার্জনের আহ্বান
  • লাইটবার খুলে পড়ার আশঙ্কায় টেসলার সাইবারট্রাকের ১০ শতাংশ গাড়ি প্রত্যাহার
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
  • আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)
  • ধ্রুব’র লেখক সম্মাননা পাচ্ছেন পান্না,কাশেম ও ইউসূফী 
  • নারায়ণগঞ্জে সরকারি চিকিৎসায় আস্থা ফেরাতে ডিসির উদ্যোগ