নির্বাচনে ৮০ হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 11th, August 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে ৮০ হাজারেরও বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১১ আগস্ট) কেরাণীগঞ্জের তেঘরিয়ায় একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল। আমরা আশা করি, সব রাজনৈতিক দলের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।”
সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরাও নির্বাচনের মাঠে সক্রিয় থাকবেন বলে তিনি জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। এর মাধ্যমে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত নজরে আসবে। সরকার চায় নির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক এবং সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
“সম্প্রতি কিছু নিরীহ ও নিরপরাধ ব্যক্তি রাজনৈতিক কারণে হয়রানির শিকার হয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক আছে এবং কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গত জুলাই মাসের তুলনায় এই জুলাই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। থানায় সাধারণ মানুষের অবাধ যাতায়াত বেড়েছে এবং আনসারসহ অন্যান্য বাহিনীগুলো এখন অনেক বেশি সক্রিয়। যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে এখনো কিছু বাকি আছে, তবে যে পরিস্থিতি আছে তাতে নির্বাচন সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না।”
ঢাকা/এমআর/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
আরো পড়ুন:
মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
সান্ত্বনা বাড়ি ফিরেছেন
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার আগের দিন চার জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। তবে কোথায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা জানানো হয়নি।
বিজিবি জানায়, সম্প্রতি ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি দায়িত্ব পালন করছে। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এর আগে গত বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে দুদিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে যানবাহনে। ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এছাড়া, বেশ কয়েকটি জেলায় সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
ঢাকা/এমআর/ইভা