মঙ্গোল যাযাবর পরিবারকে বিদায় জানিয়ে পথ ধরলাম নতুন গন্তব্যের দিকে। একই রকম পথ। প্রান্তরের মাঝখান দিয়ে ঘাস মাড়িয়ে ড্রাইভার আর্থ কোথায় ছুটছে কে জানে! সামনে পাহাড়, মাঝেমধ্যে প্রাণীর মেলা আর ছোট ছোট ঘাস। কেবল পথের ধরন বদলায়, এই যেমন মিনিট দশেক সবুজ ঘাসের ওপর দিয়ে যাচ্ছি, আবার খানিক বাদেই কাঁকড়যুক্ত মাটির পথ। ভাবি, এই বুঝি স্বাভাবিক রাস্তায় এলাম। আমরা তথাকথিত শহুরে মানুষজন যাকে সড়ক মনে করি। মঙ্গোল রাজ্যে এই রকম আঁকাবাঁকা প্রান্তরের মাঝখান দিয়ে গাড়ির চাকায় তৈরি পথই তাদের জন্য সড়ক।

গাইড তুসিনতুর বলছে, এলিজা, আজ সড়ক পুরোটাই এ রকম। তবে যে বলল, শহরে যাচ্ছি, শহরের কাছাকাছি গিয়ে পেভরোড পাব! রোড ট্রিপ শুরুর সময় থেকেই একটি কথা মাথায় ঘুরছে, আর্থ পথ কী করে খুঁজে পায়। বিশাল প্রান্তর তো দশমুখো। তুসিনতুরের ব্যাখ্যা হলো, অসংখ্যবার পর্যটক নিয়ে এসেছে আর্থ। এই পুরো অঞ্চল আর পথগুলো ওর চোখের কোণে স্ক্যান করা আছে।

অফ রোড ধরে কারাকোরামের পথে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ