হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান
Published: 17th, August 2025 GMT
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে চরম অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৭ আগস্ট) সকালে দুদকের হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
অভিযানে দেখা যায়, হাসপাতালের ধারণক্ষমতা ২৫০ হলেও এদিন ভর্তি রোগী ছিলেন ৫৭৬ জন। অতিরিক্ত ৩২৬ জন রোগী সরকারি খাবার পাননি। রোগীদের দেওয়া পাউরুটিতেও ছিল না মেয়াদোত্তীর্ণের তারিখের স্টিকার। টয়লেটসহ হাসপাতালের সর্বত্র অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছিল।
প্রতিটি ওয়ার্ডে রোগীর সঙ্গে চার-পাঁচজন স্বজন থাকায় শৃঙ্খলার ঘাটতি চোখে পড়ে। তবে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে উপস্থিত পাওয়া গেছে।
অভিযান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী এনামুল হক সাকিব মেডিকেল সার্টিফিকেট (এমসি) বাণিজ্যের অভিযোগ তুললেও দুদক তা গ্রহণ করেনি।
এরশাদ মিয়া বলেন, ‘‘হাসপাতালে অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। তবে অতিরিক্ত রোগী ও স্বজনের চাপও এর বড় কারণ।’’
অর্থনৈতিক বা অন্য কোনো দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এমসি বাণিজ্যের অভিযোগ লিখিত আকারে এলে অনুমতি নিয়ে আলাদা অভিযান চালানো হবে। আজকের অভিযানে তা খতিয়ে দেখা হয়নি।’’
ঢাকা/মামুন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে