১৩ বছর আগে চিকিৎসক নিতাই হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
Published: 17th, August 2025 GMT
রাজধানীর মহাখালীতে ১৩ বছর আগে চিকিৎসক নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আরও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একজনকে।
ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রেজাউল করিম আজ রোববার এ রায় ঘোষণা করেন। এ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন কামরুল হাসান, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি। আমৃত্যু কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম। আর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আসামি রফিকুল ইসলামের। রায় ঘোষণার পর ১০ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথিপত্রের তথ্য অনুযায়ী, ২০১২ সালের ২৩ আগস্ট রাজধানীর মহাখালীর নিজ বাসায় খুন হন চিকিৎসক নারায়ণ চন্দ্র। এ ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, বাসায় চুরি করার সময় বাধা দেওয়ায় খুন হন চিকিৎসক নিতাই। এ হত্যা মামলায় ১০ আসামি আদালতে জবানবন্দি দেন।
পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৩ সালের ২২ জুলাই ১০ আসামির বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ থেকে ২৯ সাক্ষীকে হাজির করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক ন
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।
আরো পড়ুন:
খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি
রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।
তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঢাকা/বাদল/মাসুদ