নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
Published: 19th, August 2025 GMT
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো নারায়ণগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ। এদিন সকালে শুরুতেই বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এটি সময়োপযোগি একটি স্লোগান আমাদের মৎস সপ্তাহ কার্যক্রম শুরু করালাম। এই স্লোগান বাস্তবায়ন করেতে হলে আমাদের সকলকে মানতে হবে। আগে একটা সময় বর্ষকাল বন্যা ঢলে স্কুল মাঠে বিভিন্ন ধরণের মাছ চলে আসতো ।
বিশেষ করে নারায়ণগঞ্জের চিত্র ভিন্ন এই জেলাকে শিল্প জেলা হিসাবে গড়ে তুলেছি। এই জেলায় চারটি নদী ছিলো শীতলক্ষ্যা নদী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া অনন্যান নদী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। আমাদের চ্যালেঞ্জে মোকাবেলা করেই মৎস টিকে রাখতে হবে।
এইসময় তিনি খাল নিয়ে ডিসি বলেন আমাদে যেসকল খাল গুলো ব্লক ছিলো আমরা উচ্ছেদ করে পরিষ্কার করে দিয়েছি। এই শহরে জলাবদ্ধতার একটা দীর্ঘ সমস্যা ছিলো।
এই বিষয় আমরা একটি কমিটি করেছি এবং মন্ত্রাণালয় থেকে কাজ এনে কাজ শুরু করেছি। আমরা এই খালে সাময়িক সমাধান চাই না একটি স্থায়ী সমাধানের মধ্য দিয়ে খালের পূর্বের অবস্থায় আনা। এক্ষেত্রে আমাদের সকল নাগরীকদের সচেতন হতে হয়ে কাজ করতে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা ড.
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা কারাগারের সামনের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ আম দ র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও কার্তুজসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার
সিলেটে পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/অনিক/রাজীব