থানা শিক্ষা অফিসার পদের পরীক্ষাকেন্দ্র-আসনবিন্যাস প্রকাশ
Published: 19th, August 2025 GMT
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
পরীক্ষার তারিখ ও সময়বাছাই পরীক্ষা ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা ধরে চলবে। পরীক্ষার মোট নম্বর ১০০।
পরীক্ষার কেন্দ্রঢাকার মোট ৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনএ সপ্তাহের (৮-১৪ আগস্ট) সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৬৩ ১৬ আগস্ট ২০২৫প্রার্থীদের প্রতি নির্দেশনাবলি১.
২. একজন পরীক্ষার্থী একই রং ও সেটের প্রশ্ন ও উত্তরপত্র পাবেন। পরীক্ষার্থীরা এটি মিলিয়ে নেবেন।
৩. পদগুলো শুধু বিভাগীয় কোটায় পূরণযোগ্য প্রার্থীদের জন্য। অনলাইনে আবেদনকারীদের মধ্যে যাঁরা বিভাগীয় প্রার্থী নন, তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই।
৪. পরীক্ষার্থীরা কর্ম কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
৫. প্রবেশপত্র ও নির্ধারিত হল/কক্ষ ব্যতীত পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ৪৬৮১৮ আগস্ট ২০২৫৬. পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ডসদৃশ ডিভাইস, গয়না, ব্যাগ এবং কোনো যোগাযোগ যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না।
৭. পরীক্ষার সময় কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না; কান খোলা রাখতে হবে। হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ পরীক্ষার আগে কমিশনের অনুমোদন নিতে হবে।
৮. পরীক্ষায় নকল বা অসদাচরণ করলে অথবা এতে সহায়তা করলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩–এর ধারা-১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে।
৯. উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ও বৃত্ত পূরণে কোনো কাটাকাটি, ফ্লুইড ব্যবহার বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে প্রার্থিতা বাতিল হবে।
১০. দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের শ্রুতলেখকদের ক্ষেত্রে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এবং অন্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
১১. নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী কোনো পরীক্ষার্থীর আবেদনপত্রে গুরুতর (substantive) ত্রুটি ধরা পড়লে পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল হবে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কেন প্রত্যাখ্যাত হচ্ছে এফ-ওয়ান ভিসা, জেনে নিন কারণ ও সমাধান১৮ আগস্ট ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র থ র প রব শ আগস ট শপত র
এছাড়াও পড়ুন:
রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে ‘অবাক করে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের ‘আগ্রহের যেকোনো বিষয়’ দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন।
রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাপাদ–২০২৫’। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এ মহড়া শুরু করা হলো, যখন দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ন্যাটোর দুই সদস্যদেশ—তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপাদ–২০২৫ মহড়ার আরেকটি সকাল এভাবে শুরু হবে, তা কে–ই বা ভেবেছিল?’
বিদেশি কর্মকর্তাদের মহড়ায় উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। বেলারুশে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান তাঁরা। এ সময় মার্কিন কর্মকর্তাদের খ্রেনিন বলেন, ‘আপনাদের আগ্রহের সবকিছু দেখাব আমরা। আপনারা যা চান।’
মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তা