নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের পর জকসু নির্বাচন দাবি ছাত্রদলের
Published: 25th, August 2025 GMT
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, ফ্যাসিস্ট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিচার নিশ্চিতের পরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন চায় শাখা ছাত্রদল। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য মন্ত্রণালয়ের ঘোষিত ৭০ শতাংশ আবাসন ভাতা বাস্তবায়ন ও সম্পূরক বৃত্তির সুনির্দিষ্ট নির্দেশনার দাবিও জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আরো পড়ুন:
খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নে জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক দাবি
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা প্রশাসনকে সময়সীমা দিয়েছি। এর মধ্যে আবাসন ভাতা কার্যকর না হলে আমরাও তালা দেব। তবে ভেতরে নয়, বাইরে থেকে তালা ঝুলিয়ে দেব। তখন আপনারা সচিবালয় আর ইউজিসিতে গিয়ে ফাইল নিতে পারবেন না।”
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা জকসু নির্বাচনের বিপক্ষে নই। তবে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এখনও গণহত্যাকারী শিক্ষক, কর্মকর্তা এবং নিষিদ্ধ ছাত্রলীগের হামলাকারীরা সক্রিয়— তাদের বিচারের আগে কোনো নির্বাচন শিক্ষার্থীদের কল্যাণে হবে না। কাল তাদের বিচার করুন, পরশুই জকসু নির্বাচন হোক, আমাদের আপত্তি নেই।”
তিনি অভিযোগ করে বলেন, “কিছু গোষ্ঠী জকসু নির্বাচনকে সামনে এনে শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসন ভাতাকে আড়াল করতে চাইছে। আমরা চাই মধ্যবিত্ত শিক্ষার্থীরা অন্তত খাবারের খরচ চালাতে পারে। এজন্য আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে আরো বক্তব্য দেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মুস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার আহমেদ, রবিউল আউয়াল, নাহিয়ান বিন অনিক, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম পরাগ, রাসেল মিয়া প্রমুখ।
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
শিবচরে তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন
মাদারীপুরের শিবচরে জামিনে থাকা আসামি রাকিব মাদবরকে (২৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ২২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ৭ জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহত ব্যক্তির চাচি পারুল আক্তার বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন।
এর আগে গত রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে একটি ব্যাংকের সামনে রাকিব মাদবরকে কুপিয়ে হত্যা করা হয়। রাকিব শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
দুই দিন পার হয়ে গেলেও এই ঘটনায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে আজ দুপুরে শিবচর পৌর বাজারের সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে শত শত মানুষের সামনে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা সভ্য স্বাধীন দেশে এমন নৃশংস হত্যাকাণ্ড হতে পারে না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেবেন তাঁরা।
মামলার বাদী নিহত ব্যক্তির চাচি পারুল আক্তার বলেন, ‘রাকিবরে এতগুলো মানুষের সামনে কুপাইয়া মাইরা ফালাইলো। কেউ বাঁচাতে এগিয়ে আসলো না। যারা খুন করছে, তারা রাকিবের পূর্বশত্রু। আবুল কালাম সরদারের নির্দেশে তার লোকজন এই খুন করেছে। পুলিশ এ ঘটনায় কোনো আসামি এখন অবধি গ্রেপ্তার করে নাই। আসামিগো গ্রেপ্তার চাই, ফাঁসি চাই।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের লোকজনের সঙ্গে নিহত রাকিব মাদবরের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ নিহত হন। ইবনে সামাদ হত্যা মামলার আসামি রাকিব সম্প্রতি জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন। রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারের একটি সড়কে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় ৪ থেকে ৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রকাশ্যে হত্যার ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় লোকজন মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।
আরও পড়ুনশিবচরে হত্যা মামলায় জামিনে থাকা আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা১৫ সেপ্টেম্বর ২০২৫