ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। সম্প্রতি প্রিয় পোষ্য ‘টাইসন’কে হারিয়ে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দিয়েছেন এই অভিনেতা সেখানে স্থান পেয়েছে পেয়ে টাইসনের প্রতি গভীর মমত্ববোধ। নিয়ল আলমগীরের পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
‘‘২৬ নভেম্বর ২০২৪। পুবাইলে শ্যুটিংয়ে যাচ্ছিলাম। হাসনাহেনা শ্যুটিং হাউজে ঢোকার আগেই দেখলাম একটা ছোট কুকুর ছানা বয়স ২০-২৫ দিনের মত হবে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এক্সিডেন্ট করেছে, শুধু গোঙানীর মত শব্দ হচ্ছে। কি করবো বুঝতে পারছিলাম না। কুকুরদের জন্য কিছু বস্তা রাখা ছিলো গাড়িতে।বাচ্চা টাকে বস্তার ওপর শুইয়ে শ্যুটিং হাউজে নিয়ে এলাম। রক্তের বাঁধন নাটকের শ্যুটিং ছিলো। পরিচালক তানভীর তন্ময় সাথে সাথে বাচ্চা টিকে প্রডাকশনের গাড়িতে করে প্রডাকশনের আকবর কে দিয়ে ভেটের কাছে উত্তরা পাঠিয়ে দিলো। আমরা টেনশনে ছিলাম বাচ্চাটা বাঁচবে কিনা।
আরো পড়ুন:
মানবজীবন খুব সংক্ষিপ্ত এবং নশ্বর: তৌকীর আহমেদ
সংগীতে নজরদারি রাখতে হবে: বেবী নাজনীন
ঘন্টাখানেকের মধ্যে আকবর জানালো এক্সরে করা হয়েছে। ভেট জানিয়েছেন, মাথায় এবং কোমরে আঘাত পেয়েছে। পেছনের দুই পায়ের হাড় ভেংগেছে, হাঁটতে পারবে না তবে যত্ন নিলে এবং নিয়মিত ঔষধ খাওয়ালে সুস্থ হতে পারে। প্রেসক্রিপশনে নাম লেখার সময় ভেট ঐ বাচ্চাটার নাম লিখে দেয় “টাইসন”। কারন বাচ্চাটা মাশাল্লাহ হেলদি ছিলো।
তারপর থেকে টাইসন আমাদের সাথে। কুকুর যেহেতু বাসার ভেতরে রাখা যায় না, তাই টাইসনকে খাঁচার ভেতরে লিফটের কাছে রাখতাম। মারিয়া আপু প্রত্যেকদিন বাসায় গিয়ে সব মেডিসিন দিয়ে আসতো। যেহেতু ছোট বাচ্চা হৃদি একটু পরপর তাকে খাবার দিতো। খাঁচা থেকে বের করলেও ঠিকমত দাঁড়াতে বা হাঁটতে পারতো না। পেছনের দুই পা টেনে টেনে হাঁটার চেষ্টা করতো। এরপর টাইসনকে আমাদের বারান্দায় রাখতাম। রাতের বেলা খাঁচায়। ঠান্ডার জন্য চারপাশ ঢেকে দিতাম। লক্ষী বাচ্চার মত ঘুমিয়ে পরতো।
একদিন দেখলাম টাইসন দাঁড়াতে পারছে, হাঁটার চেষ্টা করছে বাট পারছেনা। তারপর তাকে আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে কন্স্ট্রাশনের কাজ বন্ধ ছিলো, সেখানে সারাদিন রাখতাম যাতে রোদ পায় আর হাঁটার জন্য জায়গা পায়। আস্তে আস্তে টাইসন হাঁটা শুরু করে দেয়, তারপর দৌড়াদৌড়ি। যেহেতু টাইসন এখন পুরোপুরি সুস্থ্য এবার তার মায়ের কাছে ফেরার পালা।
পুবাইলে গুন্ডা নাটকের শ্যুটিংয়ের সময় টাইসনকে সাথে নিয়ে গেলাম। অনেক কষ্টে টাইসনের মাকে খুঁজে বের করলাম। টাইসনকে তার মায়ের কাছে দিয়ে চলে আসতেছি তখন টাইসন দৌড়ে আমার কাছে চলে আসে। কয়েকবার চেষ্টা করলাম কাজ হচ্ছেনা। মনে হচ্ছে মা ও টাইসনকে চিনতে পারছেনা। গন্ধ শুকে অন্যদিকে চলে যাচ্ছ। অবশেষে টাইসনকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হলাম। বাসায় ফিরিয়ে নিয়ে এলাম।
কিন্তু টাইসনের তো একটা ভালো ফ্যামিলি দরকার যেখানে টাইসন ভালো থাকবে। ফেইসবুকে পোস্ট করলাম। অনেকের মধ্য থেকে একজন আপুকে দেওয়া হলো। টাইসন পেয়ে গেলো নতুন পরিবার। কিন্তু টাইসনের ভাগ্যে সুখ সইলোনা। আপুটা দুইদিন পরেই টাইসনকে ফিরিয়ে দিলো কারণ তার বাসার আগের কুকুর টাইসনকে পছন্দ করছে না। আরো কয়েক জায়গায় চেষ্টা করলাম এডপশনে দেয়ার জন্য কিন্তু দেশি কুকুর তো তাই কেউ টাইসনকে নিলো না।
আমরা যেহেতু বাসায় কুকুর পালবো না। টাইসনকে নিয়ে আমরা একটা বিপদে পড়ে গেলাম। আমার মা বললো টাইসনের কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের বাসার নিচেই থাকবে। আমাদের গ্যারেজে ঘুমাবে। তারপর থেকে টাইসন আমাদের বিল্ডংয়ের সামনেই থাকতো। টাইসন খুব মানুষের সাথে মিশতে পছন্দ করতো। যাকে দেখতো দৌড়ে তার কাছে যেতো আদরের আশায়। কিন্তু এখানেও টাইসনের শান্তি নেই। বিল্ডিংয়ের অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেপ্লেইন করলো এই বাসার সামনে কুকুর রাখা যাবে না। এই কুকুর নাকি ডেঞ্জারাস, যেকোন সময় মানুষের ক্ষতি করবে। কয়েকজন বললো এই কুকুরকে খাবার দিলে জায়গা নোংরা হয়ে যায়। কারো ব্যক্তিগতভাবে পালতে ইচ্ছে করলে বাসায় নিয়ে পালেন। এই ছোট বাচ্চাটা নাকি মানুষকে আক্রমণ করবে!!
টাইসনকে নিয়ে আমি আবার বিপদে পড়লাম। কি করবো? কোথায় রাখবো? কার কাছে রাখবো? রাস্তায় ছেড়ে দিলেও বাসার সামনে চলে আসে। তারপর আমার ড্রাইভার আতিক তাকে বেঁধে রাখতো। প্রিয়াংকা সিটির ডিরেক্টর সৌরভ ভাই আমাকে আলাদা জায়গায় আমার পার্কিং পজিশন দিলো যাতে আমি কুকুর রাখতে পারি। এভাবে আটকিয়ে লুকিয়ে মানুষের কথা সহ্য করেই টাইসনকে রেখে দিলাম। টাইসনের একটাই দোষ ছিলো কাউকে দেখলেই দৌড়ে তার কাছে যাবে। আদর নিবে, কোলে উঠতে চাইবে। আস্তে আস্তে টাইসন সবার প্রিয় হয়ে উঠতে লাগলো। প্রিয়াংকার রানওয়ে সিটির অনেকেই তাকে চিনতো, আদর করতো, খেতে দিতো।
টাইসন ডগ ট্টিট খেতে খুব পছন্দ করতো। যেটার দাম সব চাইতে বেশি সেটাই খেতো শুধু। এবার দেশের বাইরে আসার আগে অনেকগুলো ট্রিট কিনে আতিক কে বলে এসেছি, অল্প অল্প করে দিবা , এইগুলা কিন্তু অনেক দাম। এখনো অনেক ট্রিট রয়ে গেছে । টাইসন আর ট্রিট খেতে চাইবে না। আমার অনেক খরচ বেঁচে গেলো। আমাদের আর কষ্ট করে টাইসনের জন্য দুই বেলা খাবার রেডি করে দিতে হবেনা। টাইসন আমাদের সব কিছু থেকে মুক্তি দিয়ে গেলো। আমাকে আর কোন মানুষের কম্প্লেইন শুনতে হবে না টাইসনকে নিয়ে। অন্য কারো পার্কিয়ে গিয়ে শুয়ে থাকবেনা। গরম বেশি লাগলে ঠান্ডার আশায় সিঁড়িতে গিয়ে শুয়ে থাকবে না। কারো দিকে দৌড়ে যাবেনা কেউ ভয়ও পাবেনা। আহারে টাইসন। টাইসন আমার সাথে দুটো নাটকে অভিনয়ও করেছিলো। সব কিছু এখন শুধু স্মৃতি।
হঠাৎ আতিক বললো টাইসন ঠিকমত খাচ্ছেনা, শরীর টা মনে হয় ভালো না। বললাম সকালে ক্লিনিকে নিয়ে যেও। সকালে গিয়ে আতিক আর টাইসনকে পায় না। তিনদিন হয়ে গেলো পাচ্ছেনা। এর আগেও একবার হারিয়েছিলো। বাসার পাশের কন্সাট্রাকশন বিল্ডিংয়ের সাত তলায় উঠে আটকা পরে গিয়েছিলো। হৃদি ভেবেছিলো এবারও এমনটাই হবে। আতিককে দিয়ে একই জায়গায় বারবার খুঁজেছে। গভীর রাত পর্যন্ত খুজেছে আতিক তারপর এক/দুই ঘণ্টা ঘুমিয়ে আবার ফজরের সময় উঠে খুঁজেছে। হৃদি ভেবেছে আতিক ঠিকমত খুঁজেনি তাই ভিডিও কলে থেকে আবার আগের জায়গা গুলো খুঁজেছে। তাতেও ক্ষান্ত হয়নি, তার ভাই রিব্বিকে মগবাজার থেকে এনে ভিডিও কলে থেকে আবার খোঁজ করেছে।
সবশেষে পোস্টার রেডি করে আতিক যখন পোস্টার টাঙাচ্ছিলো তখন দুই একজন রিক্সাওয়ালা জানায় তারা টাইসনকে দেখতে পেয়েছে বাউনিয়াতে। এত দূরে কখনো টাইসন যায় না। আতিক আর সিফাত বাউনিয়া যাওয়ার পর শুনে একদিন আগেই টাইসনের লাশ এখানে পরেছিলো। লোকজন দূরে মাটি চাপা দিয়েছে। আতিক দৌড়ে যায় সেখানে, আমরা ভিডিও কলে ছিলাম। আমরা শুধু আল্লাহকে ডাকছিলাম এটা যাতে টাইসন না হয়। আতিক কোঁদালের অপেক্ষা না করে হাত দিয়েই মাটি খুড়লো। মাটি খুঁড়ে বের করলো আমার টাইসনকে। গলায় সবুজ বেল্ট পড়ানো, শরীরে কোন ক্ষত চিহ্ন নেই, কোন রক্ত নেই। নিথর দেহ। আমার টাইসন আর নেই।
সিসিটিভি ফুটেজে লাস্ট যখন টাইসনকে দেখা যায়। সে হাঁটছিলো বরাবরের মতই। হেঁটে কোথাও যাচ্ছিলো। আল্লাহ জানে টাইসন কীভাবে মারা গেছে? টাইসন আমাকে মাফ করে দিস। আমি তোর কাছে থাকতে পারলাম না। না জানি কত কষ্ট পেয়েছিলি তখন। হয়তো তখন চারদিকে আমাকেই খুঁজছিলি, হয়তো আশায় ছিলি আমি এসে তোকে বাঁচাবো। আমি আসি নাই টাইসন, আমাকে মাফ করে দিস, আমি তোকে অনেক মিস করবোরে বাবা।’’
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক ট ইসন র র ট ইসন ই ট ইসন আম দ র ত রপর করল ম
এছাড়াও পড়ুন:
রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে যুবদল কর্মী আলমগীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার যুবক আলমগীর আলমের সহযোগী ছিলেন। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মুহাম্মদ রাজু (২৮)। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ার মৃত নুর নবীর ছেলে। পুলিশ জানিয়েছে, আলমগীর আলমকে গুলি করার সময় তাঁর পেছনে একটি মোটরসাইকেলে ছিলেন মুহাম্মদ রাজু।
গত ২৫ অক্টোবর বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারসংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয় আলমকে। এ সময় তাঁর স্ত্রী ও সন্তান পেছনে একটি অটোরিকশায় ছিলেন। পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন তাঁরা। আলমের বাড়ি পার্শ্ববর্তী ঢালারমুখ এলাকায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কবরস্থানে লুকিয়ে থাকা আটজন অস্ত্রধারী আলমকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় মোটরসাইকেলে থাকা আলম ঘটনাস্থলেই নিহত হন। অস্ত্রধারীরা তাঁকে হত্যার পর রাঙামাটি সড়ক দিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলে পালিয়ে গেছেন। নিহত আলমের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া যায়।
রাউজান থানা-পুলিশ জানায়, আলম নিহত হওয়ার দুই দিন পর তাঁর বাবা আবদুস সাত্তার বাদী হয়ে ২১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন। মামলার এজাহারে রাজুর নাম নেই। তবে ঘটনার তদন্তে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এর আগে এ মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মুহাম্মদ রাসেল খান (৩২) ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ার বাসিন্দা ও যুবদল কর্মী মুহাম্মদ হৃদয় (৩০)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, যখন অস্ত্রধারীরা আলমগীর আলমকে গুলি করার জন্য কবরস্থানে লুকিয়ে ছিলেন, তখন আলমগীর আলমের পেছনে একটি মোটরসাইকেলে ছিলেন রাজু। তিনি আলমগীরের সহযোগী হিসেবে পরিচিত। তবে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অস্ত্র-মাদকসহ বিভিন্ন মামলায় ১২ বছর কারাগারে ছিলেন আলম। তিনি গত বছরের ৫ আগস্টের পর জামিনে মুক্তি পান। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত তিনি।