হঠাৎ করেই আজ বুধবার (২৭ আগস্ট) সকালে চমকপ্রদ এক ঘোষণায় রবীচন্দ্রন অশ্বিন জানিয়ে দিলেন, তিনি আর আইপিএলে খেলবেন না। ৩৯ বছর বয়সী এই অফস্পিনার এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে ৯.৭৫ কোটি রুপিতে আবারও দলে ফেরার পরও তিনি আসন্ন মৌসুমগুলোতে আর অংশ নিচ্ছেন না।

২০০৯ সালে সিএসকের হয়ে আইপিএল অভিষেক হয় অশ্বিনের। তরুণ বয়সেই অসাধারণ পারফরম্যান্সে তিনি দ্রুতই হয়ে ওঠেন “ইয়েলো ব্রিগেড”-এর নির্ভরযোগ্য ভরসা। তার ঘূর্ণিতে ২০১০ ও ২০১১ সালে সিএসকে ঘরে তোলে দুটি আইপিএল ট্রফি। শুধু তাই নয়, ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতেও জয়ের নায়ক ছিলেন তিনি।

আরো পড়ুন:

রাজিনের ‘বাজি’ সেমিফাইনাল

নেদারল‌্যান্ডস স্কোয়াডে তিন পরিবর্তন, ঢাকায় পা রাখবে বুধবার সকালে

অশ্বিন তার অবসর বার্তায় লিখেছেন, “আজ একটি বিশেষ দিন, আর তাই এক নতুন সূচনা। একটি সমাপ্তির পরেই আরেকটি যাত্রা শুরু হয়। আজ আমার আইপিএল ক্যারিয়ারের ইতি ঘটলেও, বিভিন্ন দেশের লিগে নতুনভাবে খেলার যাত্রা আজ থেকেই শুরু। সকল ফ্র্যাঞ্চাইজি, বিসিসিআই ও আইপিএলকে ধন্যবাদ জানাই এই দীর্ঘ পথচলার স্মৃতি ও সম্পর্কের জন্য। সামনে নতুন অধ্যায়কে উপভোগ করার অপেক্ষায় আছি।”

দীর্ঘ ক্যারিয়ারে অশ্বিন একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন- রাইজিং পুনে সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস। সবশেষে আবারও ঘরের দল চেন্নাইতে ফেরেন। তবে শেষ মৌসুমটা আশানুরূপ হয়নি। ৯ ম্যাচে মাত্র ৭ উইকেট নেন, যেখানে তার ইকোনমি রেট ছিল ৯.

১৩।

তবুও অশ্বিনের সামগ্রিক পরিসংখ্যান যথেষ্ট সমৃদ্ধ। আইপিএলে মোট ২২১ ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে ১৮৭ উইকেট, ইকোনমি রেট ৭.২০। ব্যাট হাতে খুব বেশি নজর কাড়তে না পারলেও ২০২২ মৌসুমে রাজস্থানের হয়ে ১৭ ম্যাচে ১৯১ রান করেন দুর্দান্ত ১৪১.৪৮ স্ট্রাইক রেটে। যা তার সেরা ব্যাটিং পারফরম্যান্স।

আইপিএল অধ্যায় শেষ হলেও ক্রিকেট থেকে নয়। অভিজ্ঞ এই অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, তিনি এবার খেলবেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। যেমন দ্য হান্ড্রেড, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল)সহ আরও অনেক টুর্নামেন্টে।

এক কথায়, আইপিএলে অশ্বিনের বিদায়ে শেষ হলো এক উজ্জ্বল অধ্যায়। তবে তার ঘূর্ণি জাদু এবার ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে নানা মঞ্চে। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা