জনগণের সরকার হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: ফখরুল
Published: 31st, August 2025 GMT
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আপনারা নিশ্চয়ই বাংলাদেশে নির্বাচনে মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চান। আজকে থেকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”
তিনি বলেন, “ইনশাআল্লাহ, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি জনগণের সরকার প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারব।”
আরো পড়ুন:
গণঅধিকারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএনপির
গুমের ঘটনায় স্বজনদের কান্না বন্ধ করতে ব্যর্থ হয়েছে সরকার: মির্জা ফখরুল
রবিবার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন
মির্জা ফখরুল বলেন, “আজকে নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। নানা অজুহাতে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি- বাংলাদেশের মানুষ কোনো হুমকিতে মাথা নত করবে না। আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।”
তিনি বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক শূন্যতা অনুভব করেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শুধু বহুমত গণতন্ত্রই প্রতিষ্ঠা করেননি, বরং বাংলাদেশকে মুক্তবাজার অর্থনীতির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই বাংলাদেশ অর্থনীতি এগিয়ে গেছে। ”
বিএনপির এই নেতা বলেন, “বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন তিনি। আজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রূপরেখা দেওয়া হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “এখন থেকে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ গণতন্ত্র চায়, আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব বিএনপির। নির্বাচনের মধ্য দিয়েই জনগণের সরকার ও বিএনপির সরকার প্রতিষ্ঠা করতে হবে। ইনশাআল্লাহ, বিএনপি জনগণের আস্থা ও ভোটে আবার ক্ষমতায় ফিরবে। ”
ঢাকা/রায়হান/মাসুদ
ঢাকা/রায়হান/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ জনগণ র সরক র গণতন ত র ব এনপ র আম দ র রহম ন ফখর ল
এছাড়াও পড়ুন:
সরকার নিরপেক্ষতা হারালে জনগণ মাঠে নামবে: তাহের
সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ অবস্থান পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, “আরপিও, সংস্কার কিংবা হ্যাঁ/না গণভোট—কোনো কিছুই এখন বিএনপি মানছে না। সরকার যদি তার নিরপেক্ষতা হারায়, তাহলে দেশের জনগণ তার প্রতি আস্থা হারাবে। তখন জনগণ আন্দোলনে নামবে।”
তিনি আরো বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সরকার যদি অপকৌশল করে, তাহলে জনগণ আন্দোলনের প্রস্তুতি নেবে।”
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহীম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, সাবেক উপজেলা দক্ষিণ আমীর শাহ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম এবং পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।
ঢাকা/রুবেল/এস