নেদারল্যান্ডসকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করা বাংলাদেশ আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।
আজ-ই কি সিরিজ জিততে পারবে বাংলাদেশ? প্রথম ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করলে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোকের অভাব থাকবে না। তবে ডাচদের হেলাফেলা করার সুযোগও নেই। কঠিন মুহূর্তে তারা লড়তে জানে। লড়াইয়ে ফিরতে জানে। অতীতেও তা প্রমাণ পেয়েছে বাংলাদেশ।
সিরিজ নিশ্চিত করতে হলে সতর্ক বাংলাদেশ। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কন্ঠে তা বোঝা গেছে, ‘‘যে দিন চলে গেছে সেটা আর ফিরে আসবে না। সেটা নিয়ে লাফালাফি করার কিছু নেই। হেরে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। আমাদের আবেগ অনেক দিন থাকে, এখন শিখতে হবে কখন আবেগ ধরে রাখতে হবে এবং কখন ছেড়ে দিতে হবে। এবার পরের ম্যাচে যেন ভালো খেলি, সেখানে মনোযোগ দিতে হবে।’’
দ্বিতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না সালাহউদ্দিন। বিশেষ করে উইনিং কম্বিনেশন ভাঙার কারণও নেই। শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা হলে হতে পারে তবে আজ সেই সুযোগ নেই, ‘‘এখানে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব।’’
চার বছর পর নিজের প্রত্যাবর্তন দারুণভাবে রাঙিয়েছেন সাইফ হাসান। বোলিংয়ে ২ উইকেটের পর ব্যাটিংয়ে ঝড়ো ১৯ বলে ৩৬ রান করেন ১ চার ও ৩ ছক্কায়। তার পারফরম্যান্স মনে ধরেছে সবারই। সামনেও এমন ছন্দ ধরে রাখবে সাইফ এমন চাওয়া শিষ্যর কাছে সালাহউদ্দিনের।
তিনি বলেছেন, ‘আশা করি আগের ম্যাচে সে যে ক্যারেক্টার দেখিয়েছে সে যেন আরও দেখিয়ে যেতে পারে। সাফল্য কত দিন ধরে করে যাচ্ছে এটা জরুরি। অনেকেই চেষ্টা করে। অনেকের ধৈর্য ৬ মাস, ১ বছর থাকে। ওর ৪ বছর ছিল। আশা করি সে আরও ভালো করবে ভবিষ্যতে।’’
নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৬টি-টোয়েন্টি খেলেছে। ৫টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল্যান্ডসের জয় ১টিতে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত