নেদারল্যান্ডসকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করা বাংলাদেশ আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।
আজ-ই কি সিরিজ জিততে পারবে বাংলাদেশ? প্রথম ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করলে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোকের অভাব থাকবে না। তবে ডাচদের হেলাফেলা করার সুযোগও নেই। কঠিন মুহূর্তে তারা লড়তে জানে। লড়াইয়ে ফিরতে জানে। অতীতেও তা প্রমাণ পেয়েছে বাংলাদেশ।
সিরিজ নিশ্চিত করতে হলে সতর্ক বাংলাদেশ। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কন্ঠে তা বোঝা গেছে, ‘‘যে দিন চলে গেছে সেটা আর ফিরে আসবে না। সেটা নিয়ে লাফালাফি করার কিছু নেই। হেরে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। আমাদের আবেগ অনেক দিন থাকে, এখন শিখতে হবে কখন আবেগ ধরে রাখতে হবে এবং কখন ছেড়ে দিতে হবে। এবার পরের ম্যাচে যেন ভালো খেলি, সেখানে মনোযোগ দিতে হবে।’’
দ্বিতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না সালাহউদ্দিন। বিশেষ করে উইনিং কম্বিনেশন ভাঙার কারণও নেই। শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা হলে হতে পারে তবে আজ সেই সুযোগ নেই, ‘‘এখানে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব।’’
চার বছর পর নিজের প্রত্যাবর্তন দারুণভাবে রাঙিয়েছেন সাইফ হাসান। বোলিংয়ে ২ উইকেটের পর ব্যাটিংয়ে ঝড়ো ১৯ বলে ৩৬ রান করেন ১ চার ও ৩ ছক্কায়। তার পারফরম্যান্স মনে ধরেছে সবারই। সামনেও এমন ছন্দ ধরে রাখবে সাইফ এমন চাওয়া শিষ্যর কাছে সালাহউদ্দিনের।
তিনি বলেছেন, ‘আশা করি আগের ম্যাচে সে যে ক্যারেক্টার দেখিয়েছে সে যেন আরও দেখিয়ে যেতে পারে। সাফল্য কত দিন ধরে করে যাচ্ছে এটা জরুরি। অনেকেই চেষ্টা করে। অনেকের ধৈর্য ৬ মাস, ১ বছর থাকে। ওর ৪ বছর ছিল। আশা করি সে আরও ভালো করবে ভবিষ্যতে।’’
নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৬টি-টোয়েন্টি খেলেছে। ৫টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল্যান্ডসের জয় ১টিতে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২০২৬ আইপিএলের আগে নতুন হেড কোচ নিয়োগ দিল কেকেআর
আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব দিল অভিষেক নায়ারকে। গত মৌসুমে তিনি ছিলেন চন্দ্রকান্ত পান্ডিতের সহকারী কোচ। এবার সেই জায়গা থেকেই পদোন্নতি পেয়ে দলের দায়িত্বভার নিলেন তিনি। এর আগে এক বছরের বিরতিতে নায়ার কাজ করেছিলেন ভারতের জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সহকারী হিসেবে।
সম্প্রতি নারী প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্সও তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল।
আরো পড়ুন:
শেষটায় কী অপেক্ষা করছে?
ফাইনালে যেতে ভারতকে ৩৩৯ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া
কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে বলেন, “২০১৮ সাল থেকে অভিষেক কেকেআর পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। মাঠের ভেতরে ও বাইরে- দুই জায়গাতেই তিনি আমাদের খেলোয়াড়দের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খেলার সূক্ষ্ম বিষয়গুলো বোঝার ক্ষমতা আর খেলোয়াড়দের সঙ্গে গভীর সংযোগ; দুটোই তাকে আলাদা করে রেখেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে, এখন তিনি প্রধান কোচ হিসেবে কেকেআরকে নতুন অধ্যায়ে নেতৃত্ব দেবেন।”
৪২ বছর বয়সী অভিষেক নায়ার একসময় ছিলেন মুম্বাইয়ের অভিজ্ঞ অলরাউন্ডার। ২০০৯ সালে ভারতের জার্সি গায়ে তিনটি ওয়ানডেও খেলেছেন তিনি। তবে খেলোয়াড়ি জীবনের চেয়ে কোচ হিসেবে তার সিভিটাই এখন অনেক সমৃদ্ধ।
২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের শেষ দিকে নায়ার কেকেআর একাডেমির প্রধান কোচ নিযুক্ত হন। ২০১৯ সালে অবসরের পর মূল দলের সহকারী কোচ হিসেবে যোগ দেন। পরে ২০২২ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বও পালন করেন।
কেকেআরে থাকাকালীন গৌতম গম্ভীরের সঙ্গে তার গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। যখন গম্ভীর ভারতের জাতীয় দলের প্রধান কোচ হন, তখন নায়ারও তার সহকারী হিসেবে যোগ দেন। তবে দলের পারফরম্যান্স নিয়ে বিসিসিআইয়ের পর্যালোচনার পর এক বছরেরও কম সময়ে তার চুক্তি নবায়ন করা হয়নি। এরপর আইপিএল ২০২৫ মৌসুমের আগে তিনি ফের ফিরে আসেন কেকেআরে।
তিন মৌসুম পর কেকেআর ও চন্দ্রকান্ত পান্ডিতের পথ আলাদা হয়ে যায়। সেই সময়ের মধ্যে দলটি দশ বছর পর ২০২৪ সালে আইপিএল শিরোপা জিতেছিল। তবে ২০২৫ মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সে মাত্র পাঁচ জয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থাকাটা শেষ পর্যন্ত পান্ডিতের বিদায়ের কারণ হয়। এরপর তিনি ফিরে যান নিজ রাজ্য মধ্যপ্রদেশে এবং সেখানে ক্রিকেট পরিচালকের দায়িত্ব নেন।
কেকেআরের সহায়ক দলেও বড় পরিবর্তন আসতে চলেছে। বোলিং পরামর্শক ভরৎ অরুণ ও স্পিন-বোলিং বিশেষজ্ঞ কার্ল ক্রো দুজনই চলে গেছেন লখনউ সুপার জায়ান্টসে। ফলে আগামী কয়েক মাসে তাদের বিকল্প খোঁজার কাজ শুরু হবে।
অর্থাৎ, নতুন করে সাজানো কেকেআর এখন নতুন কোচ অভিষেক নায়ারের হাত ধরে এগোতে প্রস্তুত। আইপিএল ২০২৬-এ আবারও পুরনো জৌলুস ফিরে পাওয়ার প্রত্যাশায়।
ঢাকা/আমিনুল