খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. আল রাফিকে (১১) অপহরণের সাড়ে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার পানছড়ির মোল্লাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে: আব্দুল কাদের

এর আগে, একইদিন সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। অপহরণকারীরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টার দিকে শিক্ষার্থী আল রাফিকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের জন্য শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়। এর পরপরই খাগড়াছড়ি সদর জোন অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে।

বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পানছড়ির মোল্লাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করে। এসময় তারা অপরণকারী খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুরের আব্দুর রহিমের ছেলে বাদশা মিয়াকে (২৮) আটক করে।

বাদশা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজারে অভিযান চালিয়ে পানছড়ির ইটখোলা গ্রামের হানিফ হোসেনের ছেলে কামরুল হাসানকে (৩২) আটক করা হয়। 

এ ঘটনার মূল পরিকল্পনাকারী খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মালেক মিয়া (মালু) এখনো পালাতক। 

খাগড়াছড়ি সদর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পলাতক অপহরণকারীকে ধরতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। রাত ১০ টায় সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন থেকে আটককৃতদের খাগড়াছড়ি সদর থানায় সোপর্দ করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা দুইজনকে থানায় হস্তান্তরের কথা স্বীকার করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রূপায়ন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র আটক অপহরণ উদ ধ র প নছড়

এছাড়াও পড়ুন:

জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে  দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম এ রায় দেন। 

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার

খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার রায়ের তথ্য জানিয়েছেন। দুই আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে। 

ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সূবর্ণ চন্দ্র দের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৯৬টি জালনোট, ৫০০ টাকার ২০০টি জালনোট ও ২০০ টাকার ৫টি জালনোট জব্দ করা হয়। 

এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেন। 

রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন। জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে। 

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
  • শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
  • জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড
  • কেন্দুয়ায় নারী পাচারকারী সন্দেহে চীনা নাগরিকসহ আটক ২